চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে সেদিন রিয়াল মাদ্রিদ ছিল বিদায় থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে। ঠিক সেই সময় চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নদের ত্রাতা হয়ে আসেন রড্রিগো গোয়েজ। করেন জোড়া গোল, তাতেই ম্যাচটা অতিরিক্ত সময়ে নিয়ে যায় রিয়াল। এরপরের গল্পটা তো আপনি জানেনই!

সেই রড্রিগো গোয়েজকে কি না রিয়াল কোচ কার্লো অ্যানচেলত্তি রাখেননি একাদশেই! এ অবশ্য অনুমিতই ছিল। নক আউট পর্বের ফিরতি লেগের প্রতিটিতেই ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার খেলেছেন বদলি হিসেবে। আজও দৈব দুর্বিপাকে পড়লে তাকে ‘সুপারসাব’ হিসেবেই মাঠে নামানোর ইচ্ছে কোচ কার্লোর।

গত ২০ মে রিয়াল বেটিসের বিপক্ষে লা লিগার শেষ ম্যাচ থেকে দুই পরিবর্তন এনেছে রিয়াল। ডেভিড আলাবা আর ফেদেরিকো ভালভার্দে ঢুকেছেন দলে।

২০১৮ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জোড়া গোল করে লিভারপুলকে হারানোর নায়ক বনে গিয়েছিলেন গ্যারেথ বেল। তাকেও অবশ্য একাদশে রাখেননি কোচ অ্যানচেলত্তি।

রিয়াল মাদ্রিদ একাদশ:
কোর্তোয়া,
কারভাহাল, মিলিতাও, আলাবা, মেন্দি,
মড্রিচ, ক্যাসেমিরো, ক্রুস,
ভালভার্দে, বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়র।

বিকল্প:
নাচো, হ্যাজার্ড, অ্যাসেনসিও, মার্সেলো, লুনিন, লুকাস, বেল, সেবেলোস, রড্রিগো, ইসকো, মারিয়ানো, কামাভিঙ্গা।