শেষ দুই বছরে আর্জেন্টিনা জাতীয় দলে খেলতে এলেই যেন চেহারা বদলে যাচ্ছে লিওনেল মেসির। আর্জেন্টাইন সতীর্থদের সঙ্গে যোগ দিলেই যেন হাসিতে বাড়তি একটা আনন্দের ছাপ থাকে। সেটা টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি নিজেও স্বীকার করে নিয়েছেন অকপটে। 

আর্জেন্টিনা দলের জন্য মেসি কী, সেটার প্রমাণ ইতালির বিপক্ষে ফিনালিসিমাতেও মিলেছে। ফাউলের শিকার যখনই হয়েছেন মেসি, সতীর্থরা তেড়েফুঁড়ে গেছেন প্রতিপক্ষের দিকে। এবার দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সরল স্বীকারোক্তি, তার দল সিংহের দল, যারা কেবল মেসির জন্যই লড়াই করে। 

আর্জেন্টিনার ফিনালিসিমা জয়ে মেসির অবদানটা বেশ। গোল না করেও হয়েছেন ম্যাচসেরা। মার্টিনেজের চোখে তিনি বিশ্বসেরাও। সম্প্রতি টিইউডিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এক বছর আগে আমরা কিছুই ছিলাম না। আর আজ আমরা ফেভারিট, কারণ আমরা শিরোপা জিতেছিল। বিশ্বসেরা খেলোয়াড়টা যতদিন আমাদের দলে খেলবেন, ততদিন আমরা ফেভারিট থাকব। আমরা একটা সিংহের দল, যারা মেসির জন্য লড়াই করি।’
 
এদিকে আর্জেন্টিনার ফিনালিসিমা জয়ের পর এর মাহাত্ম্য নিয়েও আলোচনা হচ্ছে বেশ। এই শিরোপা জয়ের পর উয়েফা তো বটেই, বিশ্বকাপের ফেসবুক পাতা থেকেই মেসিকে অভিনন্দন জানানো হয়েছে। তবু অনেকেই একে দেখছেন কোপা আমেরিকার চেয়ে ছোট ট্রফি হিসেবে। মার্টিনেজ সেটা মানতে নারাজ। তিনি বলেন, ‘এটা একটা আন্তর্জাতিক শিরোপা।’ 

‘আমাদের জন্য এটা একটা ফাইনাল ছিল। আমরা একে উয়েফা স্বীকৃত একটা শিরোপা হিসেবে দেখেছি, আর এটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। মানুষজন বলতো, আমরা বড় কোনো ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে খেলিনি।  তবে ইউরো জয়ী খেলোয়াড়দের মুখোমুখি হয়ে আমরা দেখিয়ে দিয়েছি আমাদের মানটা কেমন।’
 
এনইউ