ঘরের ছেলে মানিক আবার ঘরে ফিরলেন। মোহামেডান ক্লাব শফিকুল ইসলাম মানিকের উপর চলতি লিগে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে। আজ সন্ধ্যায় ফুটবল ট্যাকনিক্যাল কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। 

মোহামেডানের অন্যতম পরিচালক এবং ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোঃ আলমগীর বলেন,‌ আমরা শফিকুল ইসলাম মানিককে প্রধান কোচের দায়িত্ব দিয়েছি। তিনি লিগের বাকি ম্যাচগুলো পর্যন্ত দায়িত্ব পালন করবেন। ‘মোহামেডানে প্রায় চার বছরের বেশি সময় কোচিং করিয়েছেন অস্ট্রেলিয়ান কোচ শেন লী। কিছু দিন আগে হঠাৎ তিনি পদত্যাগ করেন। এই উদ্ভূত পরিস্থতিতে মোহামেডান কর্তৃপক্ষ মানিকের উপরই আস্থা রাখছে। মানিকের উপর দায়িত্ব দেয়ার কারণ সম্পর্কে আলমগীর বলেন,‌ তিনি মোহামেডানের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এই ক্লাবের হয়ে খেলেছেন, কোচিং করেছেন। এখন ক্লাবের স্থায়ী সদস্য এবং ফুটবল ট্যাকনিক্যাল কমিটিরও সদস্য। জাতীয় দলেও কোচিং করানো অভিজ্ঞতা সম্পন্ন মানিকের উপরই আমরা আস্থা রেখেছি।’ 

ফুটবল ক্যারিয়ার জীবনে ব্রাদার্স ইউনিয়নে খেলার পর একটানা প্রায় দশ বছর মোহামেডানে খেলেছেন। ঐতিহ্যবাহী দলের অধিনায়কও ছিলেন মানিক। পরবর্তীতে এই দলের কোচ হয়েছেন কয়েকবার। ২০১১ সালে মানিকের কোচিংয়ে মোহামেডান সুপার কাপের ফাইনাল খেলেছিল। এরপর এক দশক মুক্তিযোদ্ধা, শেখ জামাল, চট্টগ্রাম আবাহনীতে কোচিং করিয়েছেন। এত দিন পর পুরনো ক্লাবে ফিরতে পেরে বেশ তৃপ্ত মানিকও, ‌‘মোহামেডান আমার নিজের ক্লাব। অনেক দিন পর ফিরতে পেরে ভালোই লাগছে। হঠাৎ শেন চলে যাওয়ায় ক্লাব একটু সংকটে। সেই মুহূর্তে আমাকে প্রস্তাব দেয়া হলে আমি সম্মেনের সঙ্গেই সম্মতি দিয়েছি।’ 

মানিক গত মৌসুমে শেখ জামালকে খুব ভালো পজিশনে রেখেছিলেন। লিগ শেষ হওয়ার মাত্র কয়েক ম্যাচ আগে শেখ জামাল ক্লাবের চেয়ারম্যান মনজুর কাদের তাকে বরখাস্ত করেন। এরপর থেকে এখন পর্যন্ত তিনি কোনো ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন না। 

মোহামেডান ক্লাবে বর্তমান লিগে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। আজকের ট্যাকনিক্যাল কমিটির সভায় আগামী মৌসুম নিয়েও খানিকটা আলোচনা হয়েছে। এই প্রসঙ্গে ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী আলমগীর বলেন,‌ ‘আগামী মৌসুমে আমরা ফুটবলে ভালো দল গড়ব। এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।’

এজেড/এটি