আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাতে ‘অচেনা প্রতিপক্ষ’ এস্তোনিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। সবশেষ ম্যাচে লা ফিনালিসিমায় ইতালিকে হারিয়ে শিরোপাজয়ী আর্জেন্টিনার আত্মবিশ্বাসের এখন তুঙ্গে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩২ ম্যাচে অপরাজিত আলবিসেলেস্তেরা সবশেষ ২০১৯ সালে হারের মুখ দেখেছিল।

রাতে প্রীতি ম্যাচের প্রতিপক্ষ এস্তোনিয়া ফিফা র‍্যাঙ্কিংয়ের ১১০ নম্বর দল। তাই এই ম্যাচে আর্জেন্টিনার মূল একাদশের একাদশে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এরই মধ্যে নিশ্চিত করেছেন, একাদশে একাধিক পরিবর্তন আসলেও অধিনায়ক মেসি অবশ্যই খেলবেন। ইতালির বিপক্ষে বেঞ্চে থাকা খেলোয়াড়দের অনেককেই এই ম্যাচে সুযোগ দিতে পারেন আর্জেন্টাইন কোচ। অবশ্য চোটের কারণে আর্জেন্টিনার মূল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এস্তোনিয়ার বিপক্ষে খেলতে পারবেন না। তার বদলি হিসেবে বর্ষীয়ান ফ্রাঙ্কো আরমানিকে একাদশে দেখা যেতে পারে।

রোববার স্পেনের এল সাদার স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় এস্তোনিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

ফ্রাঙ্কো আরমানি, নাহুয়েল মলিনা, জার্মান পেজ্জেয়া, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনিয়া। গুইদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, আনহেল ডি মারিয়া, আলেহান্দ্রো ‘পাপু’ গোমেজ, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি

এস্তোনিয়ার সম্ভাব্য একাদশ

কার্ল জ্যাকব হেইন, জুনাস তাম, মার্টেন কুস্ক, কারল মেটস, সের্গেই যেনজভ, ভ্লাদিস্লাভ ক্রেইদা, মাতিয়াস কাইত, কনস্তানতিন ভাসিলেভ, ভ্লাসি সিনিয়াভস্কি, হেনরি আনিয়ের, মাকসিম পাসকোতসি

এইচএমএ/এটি