জাতীয় ক্রীড়া পুরস্কারের রেশ কাটতে না কাটতেই ক্রীড়াঙ্গনে আসছে আরেক পুরস্কার। শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ আবেদন আহ্বান করেছে। 

জাতীয় ক্রীড়া পুরস্কারের নিচের স্তরের পুরস্কার এটা। ১৯৯১ সাল থেকে এই পুরস্কার প্রদান বন্ধ ছিল। গত বছর থেকে এই পুরস্কার পুনরায় চালু হয়েছে। পুরস্কারের নামকরণ হয়েছে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। গত বছরের মতো এই বছরও ৫ আগস্ট শেখ কামালের জন্মদিনের দিন এই পুরস্কার প্রদান করার পরিকল্পনা জাতীয় ক্রীড়া পরিষদের। 

খেলোয়াড়, উদীয়মান ক্রীড়াবিদ, সংগঠক, ক্রীড়া সাংবাদিক, পৃষ্ঠপোষক সহ নানা ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে  আগামী ১৪ জুনের মধ্যে আবেদন করতে হবে ( nscsports007@gmail.com এই ইমেইলে)  আবেদনের সময়সীমার পর জাতীয় ক্রীড়া পরিষদে এই পুরস্কারের জন্য গঠিত কয়েকটি কমিটি আবেদনগুলো পর্যালোচনা করবে। 

গত বছর এই পুরস্কার পেয়েছিলেন যারা

১. আজীবন সম্মাননা- কাজী মোঃ সালাউদ্দিন 
২. ক্রীড়াবিদ-  মাহফুজা খাতুন শিলা (সাঁতার), রোমান সানা, মাবিয়া আক্তার সীমান্ত। 
৩. ক্রীড়া সংগঠক- মনজুর কাদের, ক্য শৈ ল হ্ন
৪. উদীয়মান ক্রীড়াবিদ-  আকবর আলী (ক্রিকেট) , ফাহাদ রহমান (দাবা), উন্নতি খাতুন (ফুটবল) 
৫. ফেডারেশন/অ্যাসোসিয়েশন/সংস্থা- বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 
৬. ক্রীড়া সাংবাদিক- মুহাম্মদ কামরুজ্জামান। 
৭. পৃষ্ঠপোষক- ওয়ালটন।

এজেড/এটি/এইচএমএ