এশিয়া কাপ বাছাইয়ে আজ বুধবার বাংলাদেশ গ্রুপে প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ বাহরাইনের বিপক্ষে কিছুক্ষণের মধ্যে মালয়েশিয়ার বুকিত জলিল স্টেডিয়ামে নামছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার বাংলাদেশ।  

গোলরক্ষকে পজিশনে আনিসুর রহমান জিকো আছেন। চার ডিফেন্স বেছে নিয়েছেন বিশ্বনাথ, রিমন, ইয়াসিন আরাফাত ও টুটুল হোসেন বাদশা। অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে আরেকজন ডিফেন্সিভ মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ। ওপরের দিকে রয়েছেন সাজ্জাদ, বিপলু, ইব্রাহিম ও রাকিব হোসেন। 

বাহরাইন বাংলাদেশের চেয়ে ৯৯ ধাপ উপরে। এই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট পাওয়া দুরূহ। মাঠে কতটুকু লড়াই করতে পারে সেটাই দেখার বিষয়।

বাংলাদেশ একাদশ-
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক); টুটুল হোসেন বাদশা, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন; আতিকুর রহমান ফাহাদ, জামাল ভূঁইয়া; বিপলু আহমেদ, ইব্রাহিম, রাকিব হোসেন; সাজ্জাদ। 

এজেড/এটি