বাংলাদেশ ও বাহরাইন দুই দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্য ৯৯। এশিয়া কাপ বাছাইয়ে মালয়েশিয়ার বুকিত জলিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে মূলত খেলা হয়েছে বাংলাদেশের অর্ধেই। বল পজেশন, আক্রমণ সব কিছুতেই বাহরাইনের প্রাধান্য ছিল। 

৩৩ মিনিট পর্যন্ত বাংলাদেশ বাহরাইনকে রুখতে সক্ষম হয়েছিল। ৩৪ মিনিটে কর্ণার থেকে আল হারামা দুর্দান্ত হেডে গোল করেন। বাহরাইনের এই ফরোয়ার্ডের সামনে টুটুল হোসেন বাদশা ছিলেন। বাংলাদেশি ডিফেন্ডার বল পাওয়ার আগেই লাফিয়ে হেড করেন বাহরাইনের গোলদাতা। 

আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বাহরাইন। এবারও কর্নার থেকে। এবার কর্ণার থেকে সরাসরি হেডে গোল হয়নি। বাহরাইনের নেয়া কর্ণার বাংলাদেশের ডিফেন্ডাররা হেডে আংশিক ক্লিয়ার করেন। বল বক্সের বাইরে বাহরাইনের মিডফিল্ডার আল আসওয়াদের পায়ে পড়ে। দূর থেকে নেয়া তার শট জটলার মাঝ দিয়ে গোলরক্ষক জিকোকে পরাস্ত করে (০-২)। 

এজেড/এটি