ডাচ কোচ এরিক টেন হ্যাগ ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর থেকেই বার্সেলোনায় খানিকটা চোখের বালি হয়ে বসা ফ্রেঙ্কি ডি ইয়ংকে পেতে চায় ইউনাইটেড, এমন একটা গুঞ্জন চলছিল। তবে সেটা এগোচ্ছিল না আর। এবার মার্কা জানাল নতুন খবর। ডাচ এই মিডফিল্ডারকে পেতে সব মিলিয়ে বার্সেলোনাকে ৮০০ কোটি টাকার প্রস্তাব দিয়ে বসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব। 

ডাচ এই মিডফিল্ডার ইউরোপীয় জায়ান্টদের চোখে পড়েছিলেন ২০১৮-১৯ মৌসুমে। সে বছর আয়াক্স আমস্টারডাম চ্যাম্পিয়ন্স লিগে চলে গিয়েছিল সেমিফাইনাল পর্যন্ত। এর আগে নকআউটে বিদায় করেছিল রিয়াল মাদ্রিদ, ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্তাসের মতো দলকে। সেই দলেরই মাঝমাঠের প্রাণভোমরা ছিলেন ডি ইয়ং। আর কোচ ছিলেন এরিক টেন হ্যাগ। পরের মৌসুমেই বার্সেলোনায় খেলার স্বপ্নপূরণ হয় তার। আর গুরু টেন হ্যাগের সঙ্গে বিচ্ছেদ ঘটে শিষ্য ডি ইয়ংয়ের।

তবে বার্সেলোনায় গিয়ে দলটিতে আশানুরূপ পারফর্ম করতে পারেননি ডি ইয়ং। সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকাতে তিনি শেষ তিন মৌসুমে হারিয়ে খুঁজেছেন নিজেকে। যে কারণে স্থানীয় সমর্থক, সংবাদ মাধ্যমের চোখের বালি বনে গেছেন তিনি। যদিও কোচ জাভি হার্নান্দেজ প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে বড় গলা করেই বলছেন  তাকে ধরে রাখার কথা, তবু স্প্যানিশ বিভিন্ন পত্রিকা জানাচ্ছে, বড় প্রস্তাব পেলে অর্থনৈতিক মন্দার বাজারে তাকে বেচে দিতেও পারে বার্সা।

এই সুযোগটাই নিতে চাইছে ইউনাইটেড। তিন মৌসুম পর তাকে আবারও শিষ্য হিসেবে পেতে চাইছেন টেন হ্যাগ। নতুন দল ইউনাইটেডে গিয়েই কর্তাদের কাছে এই অভিপ্রায় ব্যক্ত করেছেন তিনি। যারই ফলে এই প্রস্তাব দিয়েছে রেড ডেভিলরা।

মার্কা জানাচ্ছে ইউনাইটেডের প্রাথমিক প্রস্তাবটা ৬০০ কোটি টাকার। তবে বিভিন্ন বোনাসসহ অঙ্কটা ৮০০ কোটি টাকা পেরিয়ে যেতে পারে। বিষয়টা কেবল এখানেই শেষ হয়নি। ডাচ মিডফিল্ডারকে পেতে তার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগও করেছেন টেন হ্যাগ। শোনা যাচ্ছে ওল্ড ট্র্যাফোর্ডে গেলে সেখানে বড় ভূমিকাই পেতে যাচ্ছেন তিনি। 

এনইউ