রেফারিদের সম্মানি ১১০০ টাকা বাড়ানোর প্রস্তাব
দেশের শীর্ষ রেফারিরা ম্যাচ ফি, বকেয়া সহ বিভিন্ন ইস্যুতে আন্দোলনের মধ্যে রয়েছেন। গত ৫ জুন ১০ কর্মদিবসের মধ্যে রেফারিদের সমস্যা সমাধানের অঙ্গীকার করেছিল বাফুফে। এর প্রেক্ষিতে অষ্টম কর্ম দিবসে বাফুফের রেফারিজ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী ও বাংলাদেশ রেফারিজ এসোসিয়েশনের সভাপতি বীর বাহাদুর এক বৈঠক করেন। সেখানে রেফারিদের আন্দোলনের মধ্যেই ম্যাচ ফি সহ যাবতীয় সুবিধাদি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
প্রিমিয়ার লিগে রেফারিদের দুই হাজার চারশ’ থেকে বাড়িয়ে তিন হাজার পাঁচশ’, সহকারী রেফারিদের দুই হাজার দুইশ’ থেকে ৩০০০ টাকা, চতুর্থ রেফারি ১৮০০ থেকে ২৫০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে সেই হার আরো একটু কম। রেফারি ৭০০, সহকারি ৫০০ ও চতুর্থ রেফারি ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব এসেছে।
বিজ্ঞাপন
সম্মানী বাড়ানোর প্রস্তাবের পাশাপাশি যাতায়াত ও দৈনিক ভাতা নিয়েও আলোচনা হয়েছে। যাতায়াত ভাতা ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাবিত হয়েছে। এক্ষেত্রে রেফারিদের বিল প্রদান করতে হবে। দৈনিক ভাতা ঢাকার মধ্যে বাড়িয়ে প্রিমিয়ার লিগে ১৪০০ থেকে ১৫০০ , চ্যাম্পিয়নশিপ লিগে ১২০০ থেকে ১৩০০ টাকার প্রস্তাব হয়েছে। ঢাকার রেফারিরা ঢাকার বাইরে গিয়ে এবং ঢাকার বাইরের রেফারিরা ঢাকায় এসে রেফারিং করলে দৈনিক ভাতা বাড়িয়ে ১৫০০ করা হচ্ছে। যা আগে ছিল পাচশ’ টাকা।
মঙ্গলবার এই প্রস্তাব আসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) রেফারিজ কমিটি ও বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের এক সভায়। বাফুফের রেফারিজ কমিটির কো-চেয়ারম্যান ইব্রাহিম নেছার এই প্রসঙ্গে বলেন, ‘বিভিন্ন বিষয় আলোচনা ও প্রস্তাবনা হয়েছে। আমরা বিষয়টি রেফারিদের অবহিত করব প্রয়োজনে তাদের সঙ্গেও বসব।’ আজ রাতে রেফারিরা এক জুম সভায় বসবেন। সেখানে এই প্রস্তাবনাগুলো তারা পর্যবেক্ষণ করবেন।
বিজ্ঞাপন
পান্থপথে বাফুফের রেফারিজ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর ব্যবসায়িক অফিস এনভয় টেক্সটাইলে অনুষ্ঠিত সভায় পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি বীর বাহাদুর উশৈ সিং এমপি, বাফুফের হেড অফ রেফারিজ আজাদ রহমান, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সহ ফেডারেশনের আর্থিক বিভাগের কর্মকর্তারাও ছিলেন।
এজেড/এনইউ