বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগে একমাত্র অপরাজিত দল ছিল শেখ জামাল। সেই অপরাজিত দলের স্প্যানিশ কোচ হুয়ানকে বদলে সাবেক নাইজেরিয়ান কোচ জোসেফ আফুসির উপর দায়িত্ব দেয় ক্লাব। আফুসির অধীনে পাঁচ ম্যাচের মধ্যে দু’টিতে হারল শেখ জামাল। 

আজ মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেল ৩-১ গোলে শেখ জামালকে হারিয়েছে। এর আগে শেখ জামাল বাংলাদেশ পুলিশের বিপক্ষে হেরেছিল। এই হারে শেখ জামাল ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। শেখ রাসেল এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে অস্টম স্থানে। 

জাতীয় দলের ক্যাম্পের সময় ইনজুরিতে পড়েছিলেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। সেই ইনজুরি থেকে ফিরেই আজ ক্লাবের হয়ে গোল করেন। ২৪ মিনিটে শেখ রাসেল এগিয়ে যায় হেমন্তের গোলে। ৪২ মিনিটে জামালের হয়ে ম্যাচে সমতা আনেন উজবেক মিডফিল্ডার ওতাবেক। প্রথমার্ধের ইনজুরি মিনিটে রাসেলের দিদিয়ের আবার লিড এনে দেন। 

দ্বিতীয়ার্ধে জামাল ম্যাচে সমতা আনার চেষ্টা করেছে। উল্টো ম্যাচের শেষের দিকে আরেকটি গোল হজম করেছে। ৮৭ মিনিটে মান্নাফ রাব্বির গোলে রাসেলের জয় নিশ্চিত হয়। 

শেখ জামাল কোচ বদলের পর দু’টি তেতো হারের স্বাদ নিল। উল্টো দিকে শেখ রাসেল কোচ বদলের পর তিনটি জয় পেয়েছে। ভারপ্রাপ্ত কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর অধীনে শেখ রাসেল ৮ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়েছে। আগের কোচ সাইফুল বারী টিটুর অধীনে ৮ ম্যাচে ৫ পয়েন্ট ছিল রাসেলের। 

এজেড/এটি/এইচএমএ