১১ বছর পর ফিরেই আবাহনীর সামনে মানিক
আবাহনী-মোহামেডান ম্যাচে আগের সেই উত্তেজনা নেই। মোহামেডান লিগের শিরোপা রেস থেকে অনেক দূরে। আবাহনী এখনো শিরোপা দৌড়ে টিকে আছে। তবে আজ বুধবারের ম্যাচে আলোচনায় মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক।
সাবেক জাতীয় ফুটবলার ও কোচ ফুটবলাঙ্গনে মোহামেডানের ঘরের ছেলে হিসেবে বিবেচিত। ২০১১ সালের পর মানিক মোহামেডানে আর কোচিং করাননি। শেখ জামাল, চট্টগ্রাম আবাহনী ও মুক্তিযোদ্ধায় কোচিং করেছেন। ১১ বছর পর অবশেষে মোহামেডানে ফিরেছেন মানিক।
বিজ্ঞাপন
আজ কুমিল্লায় নিজেদের হোম ম্যাচে মোহামেডান আবাহনীর মুখোমুখি হবে। ১১ বছর আগে এই আবাহনীর বিপক্ষেই মোহামেডানের হয়ে শেষ কোচিং করিয়েছিলেন। ২০১১ সালের সুপার কাপের ফাইনালে মোহামেডানকে চ্যাম্পিয়ন করাতে পারেননি মানিক।
গত ২৩ ফেব্রুয়ারি সিলেট জেলা স্টেডিয়ামে সোহেল রানার গোলে আবাহনী জিতেছিল মোহামেডানের বিপক্ষে। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে আবাহনীকে আজও জিততে হবে। মোহামেডান পয়েন্ট কেড়ে নিতে পারলে বসুন্ধরা কিংস শিরোপার পথে আরো এগিয়ে যাবে।
বিজ্ঞাপন
এজেড/এটি/এনইউ