বাংলাদেশ আগের ম্যাচে ছয় গোল দিয়েছিল। আজ দ্বিতীয় ম্যাচে কোনো গোলই করতে পারেনি। এই গোলশূন্যতার জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন প্রতিপক্ষ মালয়েশিয়ার নেগেটিভ ফুটবল খেলার অ্যাপ্রোচকে দায়ী করেছেন।

আজ রোববার (২৬ জুন) সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের কোচ বলেন, ‘আমরা ম্যাচে কিছু সুযোগ মিস করেছি। মালয়েশিয়া অতিরিক্ত নেগেটিভ ফুটবল খেলায় ফলালফ আসেনি।’ মালয়েশিয়া নেগেটিভ ফুটবল খেলায় কিছুটা অবাক হয়েছেন জাতীয় দলের কোচ, ‘মালয়েশিয়া আমাদের চেয়ে ৬০ ধাপ এগিয়ে থাকা দল। সেই দল এতটা রক্ষণাত্মক খেলবে ভাবিনি।’
 
কোচ না ভাবলেও এমনটা চিন্তা করেছিলেন অধিনায়ক সাবিনা খাতুন, ‘আগের ম্যাচে হারের পর ওরা নিজেদের রক্ষণে মনোযোগ দেবে সেটা স্বাভাবিক।’ 

তবে আজকের ড্রয়ে মালয়েশিয়া যে শক্তিশালী দল বাংলাদেশে পাঠিয়েছে সেটার প্রমাণ মনে করেন তিনি, ‘অনেকে সংশয় প্রকাশ করেছিল মালয়েশিয়া শক্তিশালী দল কিনা। আজকের এই ফলাফল ও পারফরম্যান্স প্রমাণ করে তারা ভালো দলই পাঠিয়েছে।’ বাংলাদেশ নারী দলের এই সিরিজ জয়ে ফুটবল ফেডারেশন থেকে থাকবে পুরস্কার।

এজেড/এইচএমএ