সদ্যসমাপ্ত ২০২১-২২ মৌসুমে রিয়াল মাদ্রিদ যেভাবে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, তা ভক্ত-সমর্থকরা মনে রাখবেন অনেক দিনই। নকআউটের প্রতি রাউন্ডেই প্রত্যাবর্তনের গল্প লিখে, ফাইনালে মোহামেদ সালাহদের তোপ সামলে জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। তবু ম্যানচেস্টার সিটির প্রধান নির্বাহী ফেররান সোরিয়ানোর মনে হচ্ছে, রিয়াল চ্যাম্পিয়ন্স লিগটা জিতেছে ভাগ্য ভালো বলেই!

রিয়ালের তিন তিনটি প্রত্যাবর্তনের গল্পের শেষ শিকার হয়েছিল ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে ৪-৩ গোলে জেতার পর সিটি রিয়ালের মাঠেও এগিয়ে ছিল ১-০ গোলে। শেষ মুহূর্তের দুই গোলে এরপর রিয়াল খেলাটা নিয়ে যায় অতিরিক্ত সময়ে, সেখানে কারিম বেনজেমার গোলে বাজিমাত করে কোচ কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা। আরও একবার কপাল পোড়ে সিটির।

এর আগে ফরাসি লিগ শিরোপাজয়ী পিএসজি আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষেও এমন পরিস্থিতি জয় করে পরের পর্বে গিয়েছে রিয়াল। সোরিয়ানোর মনে হচ্ছে, এমন কিছু কেবল ভাগ্য ভালো হলেই সম্ভব, সেই ভাগ্যটাই নেই ম্যানসিটির।

সম্প্রতি ডক্টর ফুটবল পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ এমন একটা শিরোপা যা আমরা জিততে চাই। তবে আমরা জানি, এটা জিততে একটু ভাগ্যও দরকার আমাদের। তবে এ (চ্যাম্পিয়ন্স লিগ) নিয়ে আমরা মোটেও ঘোরের মধ্যে নেই।’

‘আজ লোকজন শেষ কিছু দিনে মাদ্রিদের সাফল্যের কথা বলে। কিন্তু আমার মনে হয় এটা পরিষ্কার যে তারা কিছুটা ভাগ্যবান ছিল। আমি বলতে পারি, পিএসজি, চেলসি, সিটি, বা লিভারপুলের বিপক্ষে হারটা তাদের প্রাপ্য ছিল।’

সোরিয়ানো জানালেন, এই ভাগ্যটাই ৮০’র দশকে তাদের সঙ্গ দেয়নি। তিনি বলেন, ‘লোকজনের মনে নেই, ৮৯-৯০ এর দশকে রিয়ালের দারুণ একটা দল ছিল, যা ছিল ইতিহাসেরই অন্যতম সেরা, সেই দলে এমিলিও বুত্রাগুয়েনো ছিল, লা কুইন্তা ছিল, কিন্তু এরপরও তারা তা জিততে পারেনি। মিলান প্রতি বছর তাদের হারাতো। তারা হয়তো এখন ভাগ্যবান, তবে ইতিহাসে অনেক বছর তারা দুর্ভাগা ছিল।’

এনইউ