মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলে সিনিয়র ফুটবলাররা ছুটিতে। ঋতুপর্ণা চাকমা পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন। ভাইয়ের আকস্মিক মৃত্যুতে বিষাদ নেমেছে তার পরিবারে।

রাঙামাটির কাউখালী উপজেলার মোগাছড়ি গ্রামে কলেজ থেকে ফিরে গোসল করতে গিয়েছিলেন ঋতুপর্ণার ভাই পার্বন চাকমা। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হন ১৬ বছর বয়সী পার্বন। ঋতুপর্ণাকে বাড়ি ফিরেই ছুটতে হয়েছে হাসপাতালে। 

ঋতুর এই দুঃসংবাদে শোকাচ্ছন্ন মহিলা ফুটবল দল। কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, আমরা সবাই শোকাহত। ঋতু আনন্দঘন সময় কাটাতে বাড়ি গেল, উল্টো এখন শোকাচ্ছন্ন। আমরা সবাই তার ভাইয়ের আত্মার শান্তি কামনা করি। সুস্থ ও তরুণ ছেলের এমন হৃদয়বিদারক বিদায় সত্যি মেনে নেয়া যায় না।

ঋতুপর্ণা চাকমার ভাইয়ের মৃত্যুর খবরে শোক জানিয়েছে তার ক্লাব বসুন্ধরা কিংস। ফুটবল ফেডারেশনও ব্যথিত জাতীয় ফুটবলারের ভাইয়ের এই আকস্মিক প্রয়াণে।

নারী ফুটবল দলের সিনিয়র ফুটবলাররা ১১ জুলাই পর্যন্ত ছুটিতে আছেন। সাফ চ্যাম্পিয়নশিপ পিছিয়ে গেলেও সাবিনাদের ছুটি বাড়ছে না। সাবিনারা ছুটিতে থাকলেও অনূর্ধ্ব ফুটবলাররা অনুশীলনে রয়েছেন।

এজেড/ওএফ