আর্জেন্টিনা সতীর্থ লাওতারোর সঙ্গে লিসান্দ্রো মার্টিনেজ(ডানে)/ফাইল ছবি

কোচ এরিক টেন হ্যাগ আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড দলে বড় এক পরিবর্তনই আনতে চলেছেন। রক্ষণকে শক্তিশালী করতে এবার লিসান্দ্রো মার্টিনেজকে চাইছে দলটি। 

ফ্রেঙ্কি ডি ইয়ংকে দলে ভেড়ানোর সব যোগাড়যন্ত্র শেষ করে রেখেছে সাবেক প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। কথা চলছে ডিফেন্ডার টাইরেল মালাসিয়াকে দলে ভেড়ানোরও। এরই মধ্যে আসছে লিসান্দ্রোকে দলে ভেড়ানোর গুঞ্জন।

তাকে দলে ভেড়ানোর দৌড়ে এতদিন কেবল দেখা যাচ্ছিল আর্সেনালকেই। সবশেষ ৩৫০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল ক্লাবটি। তবে এর আগেও আর্সেনাল এক বার প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে আয়াক্সের কাছে। এরই মধ্যে দৃশ্যপটে ইউনাইটেডের আবির্ভাব।

কোচ টেন হ্যাগ আগে রক্ষণের পরিস্থিতি বদলাতে চান। সে কারণেই তার সাবেক সতীর্থ লিসান্দ্রোকে দলে ভেড়াতে চাইছেন তিনি। আয়াক্সে গেল মৌসুমেও টেন হ্যাগের কোচিংয়ে খেলেছেন তিনি। 

গোল ডট কম জানাচ্ছে, আর্সেনালের একাধিক প্রস্তাব টেবিলে থাকা সত্বেও লিসান্দ্রোকে দলে ভেড়ানোর জন্য ইউনাইটেড আত্মবিশ্বাসী। এক্ষেত্রে টেন হ্যাগের সঙ্গে আর্জেন্টাইন এই ডিফেন্ডারের সম্পর্ক বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

এনইউ