হালান্ডের চেয়ে হাজার গুণ ভালো এই সার্বিয়ান স্ট্রাইকার
এরলিং হালান্ডের পায়ের জাদুতে মুগ্ধ ফুটবল দুনিয়া। গোল মুখে তার ক্ষিপ্রতা আর বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ের কুর্নিশ করে সবাই। তবে সার্বিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতির কাছে আছে হালান্ডের চেয়েও বিশেষ একজনের খোঁজ। সেই বিশেষ ব্যক্তি হচ্ছেন বর্তমানে জুভেন্টাসের হয়ে খেলা সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ।
সার্বিয়ান ফুটবল কর্তা নেনাদ বেকোভিচের মতে, হালান্ডের চেয়েও ‘পূর্ণাঙ্গ’ স্ট্রাইকার হচ্ছেন ভ্লাহোভিচ। নিজে দেশের প্রতিভার প্রশংসায় ইতালিয়ান ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম তুত্তোস্পোর্টের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ‘ভ্লাহোভিচ (হালান্ডের চেয়ে) ভালো এবং সে তার থেকে পূর্ণাঙ্গ স্ট্রাইকার।’
বিজ্ঞাপন
‘হালান্ড নিঃসন্দেহে বিধ্বংসী স্ট্রাইকার, তবে ভ্লাহোভিচ কোনো অংশেই কম নয়। তাদের উচ্চতাও প্রায় সমান। জুভেন্টাস খেলোয়াড়ের (ভ্লাহোভিচের) বৈচিত্র্য এবং খেলার ধরন হালান্ডের চেয়ে ভালো।’
গত জানুয়ারিতে সিরি আ ক্লাব ফিওরেন্টিনা থেকে লিগ জায়ান্ট জুভেন্টাস দলে টেনেছিল সার্বিয়ার নতুন চমক ভ্লাহোভিচ। ফিওরেন্টিনা সবশেষ ছয় মাসে (মৌসুমের মাঝপথেই জুভেন্টাসে নাম লিখিয়েছিলেন) ২৪ ম্যাচ খেলে ২০ গোল করেছিলেন। জুভেন্টাসে এখন পর্যন্ত ২১ ম্যাচে মাঠে ৯ বার বলে পাঠিয়েছেন জালে। ২০২১ সালে সিরি আ’তে ক্রিশ্চিয়ানো রোনালদোর করা এক বছরে সর্বোচ্চ ৩৩ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন তিনি।
বিজ্ঞাপন
অপরদিকে বরুশিয়া ডর্টমুন্ড চলতি গ্রীষ্মে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন হালান্ড। গত তিন মৌসুমে ‘গোলমেশিন’ হালান্ড রীতিমত গোল বন্যা ছুটিয়েছেন বুন্দেসলিগায়। তিন মৌসুমে ৮৯ ম্যাচ খেলে ৮৬ গোল করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের মতো তুমুল প্রতিযোগিতাপূর্ণ লিগে কেমন করেন এই নরওয়েজিয়ান সেটা দেখার জন্যই এখন মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা।
এইচএমএ/এটি