নভেম্বর-ডিসেম্বরে মধ্যপ্রাচ্যের দেশ কাতার অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। লিওনেল মেসির আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে খেলবে গ্রুপ ‘সি’তে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে নিজেদের বিশ্বকাপ মিশন। আর আলবিসেলস্তেদের এবারের বিশ্বকাপের সব ম্যাচ আর্জেন্টিনার সরকারী স্কুলগুলোতে সরাসরি প্রদর্শনের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার শিক্ষা মন্ত্রী জেইমি পেরসিক।

দেশের সব স্কুলে খেলা প্রদর্শনের ঘোষণা দিয়ে আর্জেন্টিনার এই মন্ত্রী বলেছেন, ‘আর্জেন্টিনায় ছেলেরা বিশ্বকাপের ম্যাচ দেখতে চায়। ম্যাচগুলো স্কুলে দেখানো জরুরি, এগুলোকে তাদের নৈতিক শিক্ষা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে গণ্য করতে হবে।’

আরও পড়ুন >> বিশ্বকাপের ৩২ দলের ফিফা র‌্যাঙ্কিংয়ে অবস্থান, দেখে নিন একনজরে

বিশ্বকাপের দারুণ ছন্দে আছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পর ২৮ বছরের শিরোপা খরা কাঁটিয়ে ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জয় করেছিল তারা।

গত জুনে ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফিনালিসিমাও জয় করেছে মেসি বাহিনী। মিশন এবার বিশ্বজয়। সেজন্য কাতার বিশ্বকাপে প্রথমেই গ্রুপ পর্বে সৌদি আরব, পোল্যান্ড এবং মেক্সিকোর মোকাবিলা করতে হবে আলবিসেলেস্তেদের।

আরও পড়ুন >> আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি উন্মোচিত হলো সবার আগে

বিশ্বকাপের আগে দেখা যেতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার ধ্রুপদী দ্বৈরথও। বিশ্বকাপ বাছাইয়ের সময় এই দুই দেশের বাতিল হয়ে যাওয়া ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে আসছে সেপ্টেম্বরে। অবশ্য ম্যাচটি খেলা নিয়ে ব্যাপক আপত্তি রয়েছে আর্জেন্টিনার। বিশ্বকাপ বাচাইয়ের হিসাব মিটমাট হয়ে যাওয়ায় এখন আপাত ‘গুরুত্বহীন’ ম্যাচটি খেলতে অনীহা রয়েছে আর্জেন্টিনার। তবে ফিফার নির্দেশ, ম্যাচটি ২২ সেপ্টেম্বরের মধ্যেই খেলতে হবে। ফিফার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এরই মধ্যে আদলতেও নালিশ জানিয়েছে তারা।

এইচএমএ/এটি