মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে.মতিউর রহমান স্টেডিয়ামের মুখে জটলা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন নির্ধারণ হতে পারে। আজ সোমবার শিরোপা উদযাপন করতে ঢাকা থেকে বসুন্ধরার অনেক সমর্থক  লাল জার্সিতে এসেছেন। স্থানীয় অনেকে ফুটবল উন্মাদনায় শামিল হতে এসেছেন। 

ঢাকার বাইরে খেলা হলেও বসুন্ধরার অনেক সমর্থক দেখা যায়। বাদ্যযন্ত্রও সাথে থাকে। আজ শিরোপা নিশ্চিত হওয়ার সম্ভাবনা থাকায় অন্য ম্যাচগুলোর তুলনায় সমর্থক ও বাদ্যযন্ত্র একটু বেশি। ম্যাচ শুরুর ঘন্টা খানেক আগে ব্যান্ড পার্টি স্টেডিয়াম এলাকা মাতিয়ে তুলেছে। বসুন্ধরা কিংসের হোম লাল জার্সি পরে অনেকেই এসেছেন দলে দলে। গোলপোস্টের পেছনে কিংসের পতাকার সঙ্গে রয়েছেন অনেক সমর্থক। 

বসুন্ধরা কিংস আজ সাইফ স্পোর্টিংকে হারালে লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হবে। আজ চ্যাম্পিয়ন হলেও কিংস শিরোপার মূল উৎসব করতে চায় পরের ম্যাচে কিংস অ্যারেনায়। আজ সোমবার ড্র হলে বসুন্ধরা কিংসের শিরোপা হাতছাড়া হবে না পরের দুই ম্যাচ হারলেও। সেক্ষেত্রে আবাহনী পরের তিন ম্যাচ জিতলে দুই দলের সমান পয়েন্ট হবে। তখন প্লে অফে শিরোপা নির্ধারণ হবে।

শিরোপা নির্ধারণী ম্যাচ দেখতে জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এসেছেন। তার সঙ্গে আছেন ফিটনেস কোচ ইভান রাজলভ। 

এজেড/এটি