বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে বসুন্ধরা কিংস গতকাল হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিদ্বন্দ্বী দলের চ্যাম্পিয়ন হওয়ার পরের দিনই জ্বলে উঠল ঢাকা আবাহনী। কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী ৫-০ গোলে শেখ জামালকে হারিয়েছে। 

এই জয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে চ্যাম্পিয়নের মতো রানারআপ পজিশনও চুড়ান্ত হয়েছে। ২০ ম্যাচে ঢাকা আবাহনীর পয়েন্ট ৪৪। সমান ম্যাচে শেখ জামাল ও সাইফ স্পোর্টিংয়ের ৩৪। ফলে শেষ দুই ম্যাচে আবাহনী হারলেও এবং সাইফ ও জামাল জিতলেও দ্বিতীয় অবস্থানে নড়চড় হবে না।

আরও পড়ুন >> বসুন্ধরা কিংসের ইতিহাস

ম্যাচের ৬ মিনিটে ইমন মাহমুদের গোলে আবাহনী লীড নেয়। ৩৯  মিনিটে ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তো ব্যবধান দ্বিগুণ করেন৷ তিন মিনিট পর আবাহনীর কোস্টারিকান বিশ্বকাপার ড্যানিয়েল কলিন্দ্রেস গোল করে স্কোরলাইন ৩-০ করে।

বিরতির পর শেখ জামাল ম্যাচে ফেরার চেষ্টা করে। উল্টো আবাহনী এই অর্ধে আরো ২ গোল করে। আবাহনীর দেশি ফরোয়ার্ড নবীব নেওয়াজ জীবন জোড়া গোল করেছেন। ৭৭-৮২ মিনিটের মধ্যে দুই গোল করেন জীবন।

আরও পড়ুন >> ‘সব আবাহনীর পক্ষে ছিল’

শেখ জামাল প্রথম লেগে একমাত্র অপরাজিত দল ছিল। স্পেনিশ কোচ হুয়ান মার্তিনেজকে সরিয়ে জামাল তাদের সাবেক কোচ আফুসিকে আনে। আফুসি আসার পর জামাল নয় ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে। 

শেখ জামালের সঙ্গে আবাহনীর বড় ব্যবধানে জয় আরো রয়েছে। কয়েক মৌসুম আগে আবাহনী ৬-০ গোলে হারিয়েছিল আবাহনী। 

এজেড/এইচএমএ/এটি