প্রাক মৌসুমের শুরুটা ভালোভাবেই করেছে বার্সেলোনা। ইন্টার মিয়ামিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে কোচ জাভি হার্নান্দেজের শিষ্যরা। এক গোল আর জোড়া অ্যাসিস্ট করে এতে বড় অবদানই রেখেছেন রাফিনিয়া। তবে তিনি জানালেন, পরের ম্যাচের জন্য তর সইছে না তার। জানালেন, তার চোখে রিয়াল মাদ্রিদের চেয়েও ভালো তার দল বার্সা।

আজ বুধবারের ম্যাচে শুরু থেকেই খেলেছেন তিনি। প্রথমার্ধেই তিনি গোল করেছেন, সতীর্থদের দিয়েও করিয়েছেন। অভিষেকে এমন পারফর্ম্যান্সে দারুণ উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড, ‘আমার প্রথম গোলটা করতে পেরে আমি দারুণ খুশি। দারুণ একটা ম্যাচ ছিল। আমরা ভালোভাবে পারফর্ম করার চেষ্টাই করেছিলাম। আমি দারুণ খুশি, আর এই পারফর্ম্যান্সটা ধরে রাখতে চাই।’

আরও পড়ুন>> লেভান্ডভস্কিকে বেঞ্চে রেখেই ৬ গোলে জিতল বার্সা

বড় অঙ্কের অর্থ খরচ করে বার্সেলোনায় এসে মানিয়ে নিতে পারেননি, শেষ পাঁচ এমন তারকার সংখ্যা নেহায়েত কম নয়। তবে রাফিনিয়া জানালেন, বার্সার খেলার ধরন তার সহজাতই। সে কারণেই মানিয়ে নিতে সমস্যা হবে বলে মনে করছেন না তিনি। বললেন, ‘আমি মনে করি না মানিয়ে নেওয়াটা কঠিন হবে, কারণ এটা এমন একটা প্রক্রিয়া যা আমাদের খেলার সঙ্গে বেশ যায়।’

বার্সেলোনার প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের পরের সূচিটাই রিয়াল মাদ্রিদের বিপক্ষে। সেই ম্যাচ নিয়ে রাফিনিয়ার ভাষ্য, ‘প্রতিপক্ষের জালে সবসময়ই বল জড়াতে চাইবেন আপনি। আর যদি সেটা হয় এল ক্ল্যাসিকো, সে চাওয়াটা আরও বেড়ে যায়। এখানে জয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার মতে, আমরা রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো দল।’

আরও পড়ুন>> মেসির অভাব মুছে দিতে বার্সায় লেভান্ডভস্কি

কেন রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো দল বার্সা, সেটাও জানালেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। বললেন, ‘বার্সেলোনার অনেক তরুণ খেলোয়াড় আছে, আর প্রচুর প্রতিভা আছে। তারা আপনার জন্য সবকিছু সহজ করে দেয়। তাদের নিয়ে বার্সা বেশ ভালো কাজ করছে। আমরা সবসময়ই বড় চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করে যাচ্ছি।’

এনইউ/এটি