বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল আগামীকাল শুক্রবার ভারত রওনা হচ্ছে সাফ অ-২০ চ্যাম্পিয়নশিপ খেলতে। এই টুর্নামেন্ট খেলার আগে সংবাদ সম্মেলনে আলোচনায় ঘুরে ফিরে বসুন্ধরা কিংসের ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। সিনিয়র দলে খেলা এই ফুটবলারের বয়স ২০ এর নিচে ছিল। ক্লাব না ছাড়ায় তিনি দেশের হয়ে খেলতে পারছেন না।

বসুন্ধরা কিংস ইতোমধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। ইয়াসিন আরাফাত গত ম্যাচে লাল কার্ডও পেয়েছে। স্বাভাবিকভাবে কিংসের হয়ে ২৫ জুলাইয়ের ম্যাচে তিনি খেলতে পারবেন না। এরপরও কিংস তাকে ছাড়েনি। এই প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘বসুন্ধরা কিংসের সঙ্গে আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তারা ইয়াসিন ও রিমনকে ছাড়বে না বলে জানিয়েছে। তাদের প্রিমিয়ার লিগের আরো দুইটি ম্যাচ রয়েছে।’

শেখ রাসেল ও মোহামেডানের খেলোয়াড়ও অ-২০ দলে ডাক পেয়েছিল। তাদের পয়েন্ট টেবিলে উন্নতির একটি ব্যাপার রয়েছে কিন্তু কিংসের শিরোপা নিশ্চিত হওয়ার পরও খেলোয়াড় ছাড়েনি।

আরও পড়ুন >> বাংলাদেশের জন্য এএফসির সুখবর

বাফুফের ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল থমাস স্মলি এই দলের কোচ হিসেবে কাজ করছেন। বসুন্ধরার মতো মোহামেডান ও শেখ রাসেলও ফুটবলার ছাড়েনি। বিষয়টি তিনি স্বাভাবিকভাবেই নিয়েছেন, ‘এখন ফিফা উইন্ডো চলছে না। ফলে ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। সারা বিশ্বেই এটা স্বাভাবিক।’

পলের মন্তব্যের সঙ্গে সাধারণ সম্পাদক একটি উদাহরণ যোগ করে বলেন, ‘২০১৭ সালে ফিফা অ-১৭ বিশ্বকাপে ইংল্যান্ড ফাইনালে উঠেছিল। এক ফুটবলার ফাইনাল খেলতে পারেনি ক্লাব তাকে নিজেদের ক্যাম্পে ডাকায়।’

প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের অনেক ক্লাব ছাড়েনি। তাই পলকে এলিট একাডেমী, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের খেলোয়াড়দের উপরই বেশি নির্ভরশীল থাকতে হয়েছে। ২৩ জনের চূড়ান্ত স্কোয়াডে এলিট একাডেমীর খেলোয়াড়ই বেশি। এলিট একাডেমির ফুটবলাররা অ-১৭ পর্যায়ের। টুর্নামেন্ট অ-২০ হওয়ায় কিছুটা ঘাটতি থাকতে পারে। এলিট একাডেমি ফুটবলার বেশি নেওয়ার কারণ সম্পর্কে বলেন, ‘এলিটের ফুটবলারদের কোয়ালিটি তুলনামূলক ভালো তাই নেয়া হয়েছে।’

আরও পড়ুন >> অস্কারের বসুন্ধরার বাংলাদেশ লিগ জয়ের খবর স্প্যানিশ সংবাদ মাধ্যমে

বিদ্যমান ফুটবলারদের দিয়েই চ্যাম্পিয়নশিপ ফাইট দিতে চান পল স্মলি, ‘এই দলে যারা রয়েছে তারা সবাই যোগ্য। আমরা প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চাই। যার মাধ্যমে টুর্নামেন্টে ভালো কিছু সম্ভব’। পল স্মলি মূলত বাফুফের ট্যাকনিক্যাল ডাইরেক্টর। তাকে এই দলে কোচ করার কারণ সম্পর্কে সাধারণ সম্পাদকের ব্যাখ্যা, ‘তিনি এলিট একাডেমির সঙ্গে রয়েছেন। পল নারী দলের সঙ্গে থাকায় সেই দলের মধ্যে খেলার ছন্দ ও পরিকল্পনায় পরিবর্তন এসেছে। এজন্য সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে তাকে দায়িত্ব দেয়া হয়েছে।’

সাফ অ-২০ এ বাংলাদেশের ম্যাচ

২৫ জুলাই বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
২৭ জুলাই বাংলাদেশ বনাম ভারত
২৯ জুলাই বাংলাদেশ বনাম মালদ্বীপ
২ আগস্ট বাংলাদেশ বনাম নেপাল
৮ আগস্ট ফাইনাল

*প্রতিটি খেলা ওড়িশার ভুবেনশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে

এজেড/এটি/এইচএমএ