বেশ কয়েক বছর ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম তারকাদের অর্থ আয়ের নতুন উৎস হয়ে উঠেছে। এই প্ল্যাটফর্মগুলোতে কোটি কোটি অনুরাগী তাদের অনুসরণ করেন। নিজেদের জীবনের বিভিন্ন মুহূর্ত এর মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন তারকারা। ক্রীড়াজগতের তারকাদেরও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অর্থাগম হয় বেশ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি আয় করা শীর্ষ ৩ তারকার দুইজনই ক্রীড়াজগতের।  ইনস্টাগ্রাম নিয়ে গবেষণা করা হপারএইচকিউ নামের ওয়েবসাইটের তথ্যানুযায়ী ফুটবল দুনিয়ার দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি যথাক্রমে এই তালিকার প্রথম ও তৃতীয় স্থানে রয়েছেন।

আরও পড়ুন >> কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে খেলবেন রোনালদো-বেকহ্যাম!

ইনস্টাগ্রামে ৪৬ কোটির বেশি অনুসারী রয়েছে পর্তুগিজ সুপারস্টার রোনালদোর। ২২ জুলাই পর্যন্ত ইনস্টাগ্রামে ৩ হাজার ৩৩০টি পোস্ট করেছেন তিনি। হপারএইচকিউ’র তথ্যমতে, একেকটি পোস্টের জন্য রোনালদো আয় করেন ২.৩ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ কোটি ৫০ লাখ টাকারও বেশি।

অন্যদিকে ইনস্টাগ্রামে লিওনেল মেসির অনুসারীর সংখ্যা ৩৫ কোটির বেশি। রোনালদোর চেয়ে কিছুটা কম সক্রিয় হয় হলেও ইনস্টাগ্রামে আয়ের দিক দিয়ে খুব বেশি পিছিয়ে এই আর্জেন্টাইন মহাতারকা। প্রতিটি পোস্ট থেকে মেসির আয় ১.৭ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার মূল্যমান প্রায় ১৬ কোটি ৮০ লাখ টাকা।

আরও পড়ুন >> মেসির গোল, তবু পিএসজি জিতল কষ্টেসৃষ্টে

ক্রীড়াবিদদের দিক দিয়ে এই তালিকায় তৃতীয় এবং সবমিলিয়ে ১৪তম স্থানে রয়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। ইনস্টাগ্রামে প্রায় ২১ কোটি অনুসারী রয়েছে তার, প্রতিটি পোস্ট থেকে ভারতের সাবেক অধিনায়কের আয় ১ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকারও বেশি। ইনস্টাগ্রামে এশিয়া মহাদেশের তারকাদের মধ্যে সর্বোচ্চ আয়ের রেকর্ডটি এখন কোহলির দখলে।

এইচএমএ