গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন/ফাইল ছবি

গোলরক্ষক কোচিং সর্বোচ্চ ডিগ্রি এ ডিপ্লোমা কোর্স করতে আজ দুপুরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন। এ ডিপ্লোমায় দু’টি মডিউল রয়েছে। প্রথম মডিউলের জন্য অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে দুই সপ্তাহ থাকতে হবে তাকে। 

সাবেক ফুটবলার নয়ন বসুন্ধরা কিংসে গোলরক্ষক কোচ হিসেবে আছেন কয়েক বছর ধরে। গত বছর সাফে জাতীয় দলেরও গোলরক্ষক হিসেবে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম সেরা গোলরক্ষক কোচ বলা হয় তাকে। এ ডিপ্লোমা কোর্স সনদ পেলে তিনি বাংলাদেশের গোলরক্ষক কোচিং সর্বোচ্চ ডিগ্রিধারী হবেন। বাংলাদেশে লেভেল ২ করা কোচ রয়েছেন তিনি সহ ৭ জন। এছাড়া লেভেল-১ রয়েছেন বেশ কয়েকজন। 

আজ দুপুরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে নয়ন বলেন, ‘এখন কোচিং অত্যন্ত আধুনিকতা নির্ভর। সর্বোচ্চ মানে ও পর্যায়ে কোচিং করাতে হলে অবশ্যই সর্বোচ্চ সার্টিফিকেট থাকা প্রয়োজন। এজন্য এই ডিগ্রি নেয়ার চেষ্টা করছি।’ দূরদেশ অস্ট্রেলিয়ায় এই কোর্স বেছে নেয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘এশিয়াতে এই কোর্স খুব কম হয়। কয়েকটি দেশে হলেও সেখানে অন্য দেশের কোচকে সুযোগ দেয় না। এজন্য ব্যয়বহুল হলেও অস্ট্রেলিয়াকে বেছে নিয়েছি।’

গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে জানা গিয়েছিল নয়ন এই কোর্স করতে যাচ্ছেন। সেটি অস্ট্রেলিয়া থেকে জেনেছিল বাফুফে। নয়ন সরাসরি জানাননি। এই প্রসঙ্গে নয়ন বলেন, ‘তিন-চার মাস আগে আমি কোচিং এডুকেশনের কো-অর্ডিনেটরকে (সাঈদ) জানিয়েছিলাম। পাশাপাশি আমার ক্লাব থেকে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে চিঠিও দেয়া হয়েছে।’

বসুন্ধরা কিংস সাফ অ-২০ দলে তাদের দুই ফুটবলার ছাড়েনি প্রিমিয়ার লিগের দুই ম্যাচ থাকায়। আগামীকাল বসুন্ধরার আবাহনীর বিপক্ষে মর্যাদাপূর্ণ ম্যাচ। এই ম্যাচের আগের দিন গোলরক্ষক কোচ ছুটি নিয়ে যাচ্ছেন কোচিং কোর্সে। জাতীয় স্বার্থে খেলোয়াড় না ছেড়ে, কোচকে ব্যক্তিগত কোর্সে ছুটি দেয়া প্রসঙ্গে কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ জোবায়ের আলম নিপু বলেন, ‘আমাদের আরেকজন গোলরক্ষক কোচ (সেলিম মিয়া) রয়েছেন। তিনি বাকি দুই ম্যাচ দায়িত্ব পালন করবেন। আমরা চ্যাম্পিয়ন হলেও আরো দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলোতে দুই ফুটবলারকে প্রয়োজন। তাছাড়া এখন ফিফা উইন্ডোও চলছে না।’

এজেড/এটি/এনইউ