হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে, টেক্সাসের কটন বোলে উপস্থিত দর্শকরা সেটারই এক অনুপম প্রদর্শনী দেখলেন। প্রাক-মৌসুমের ম্যাচ হলেও দুই ইউরোপীয় জায়ান্ট বার্সেলোনা আর জুভেন্টাস কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। বার্সেলোনার পক্ষে উসমান দেম্বেল এবং জুভেন্টাসের হয়ে ময়সে কিনের জোড়া গোলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।

যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম সফরের আগের দুই ম্যাচে জয় পেয়েছিল বার্সেলোনা। প্রথমটিতে মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিকে ৬-০ গোলে ধসিয়ে দিয়েছিল তারা, আর দ্বিতীয় ম্যাচে রাফিনিয়ার একমাত্র গোলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে দিয়েছিল পরাজয়ের স্বাদ। তবে সফরের তৃতীয় ম্যাচে জাভির উড়ন্ত বার্সাকে রুখে দিয়েছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দুরন্ত জুভেন্টাস।

আরও পড়ুন >> রাফিনিয়ার গোলে দাপট দেখিয়ে রিয়ালকে হারাল বার্সা

কটন বোলে ম্যাচে প্রথম বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন নতুন চুক্তি করে ক্লাবে থিতু হওয়া দেম্বেলে। ৩৪ মিনিটে মার্কিন রাইট ব্যাক সার্জিনো ডেস্টের বাড়ানো বল ধরে লক্ষ্যভেদ করেন তিনি। 

সেই গোল শোধ দিতে মাত্র পাঁচ মিনিট সময় নেয় জুভেন্টাস। ৩৯ মিনিটে হুয়ান কুয়াদ্রাদোর অ্যাসিস্টে বল জালে জড়ান কিন। এই গোলের পর মিনিটের কাঁটা ঠিকঠাক ঘোরার আগেই ম্যাচে দ্বিতীয়বার বার্সাকে এগিয়ে দেন দেম্বেলে। ২-১ লিড নিয়েই বিরতিতে যায় কাতালান ক্লাবটি।

আরও পড়ুন >> লেভান্ডভস্কিকে বেঞ্চে রেখেই ৬ গোলে জিতল বার্সা

দ্বিতীয়ার্ধ শুরুর মিনিট ছয়েকের মধ্যেই ইতালিয়ান জায়ান্টদের ফের সমতায় নিয়ে আসেন কিন। এবার ম্যানুয়েল লোকাতেলির বল ধরে ম্যাচে দ্বিতীয়বার লক্ষ্যভেদ করেন ২২ বছর বয়সী ইতালিয়ান ফরোয়ার্ড কিন। ম্যাচের বাকি সময়ে দুই দলই আরও গোলের চেষ্টা চালালেও সফল হয়নি কেউই।

যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম সফরে ৩১ জুলাই এমএলএস ক্লাব নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে সবশেষ ম্যাচ খেলবে বার্সেলোনা। আর একই দিনে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে জুভেন্টাস।

এইচএমএ