ম্যাচের সময় তখন মাত্র ২২ সেকেন্ড। ঠিক সেই সময় মালদ্বীপের রেফারির পেনাল্টির বাশি। বাংলাদেশের ফুটবলাররা রেফারির সেই সিদ্ধান্ত মানতে পারছিলেন না। এক মিনিটের বেশি সময় প্রতিবাদ করেও রেফারির সিদ্ধান্তে পরিবর্তন আসেনি।

সেই পেনাল্টি থেকে স্বাগতিক ভারতকে গোল করে এগিয়ে দেন গুরকিরাত সিং। ভারত পেনাল্টি পেয়েছেও তার কল্যাণে। কিক অফের সঙ্গে সঙ্গে ভারতের মিডফিল্ডার দূরপাল্লার এক শট নেয়। বাংলাদেশের গোলরক্ষক আসিফ প্রাথমিকভাবে প্রতিহত করেন। বক্সে দাড়িয়ে থাকা ভারতের ফরোয়ার্ড গুরকিরাত বল নিয়ে গোল মুখে এগিয়ে যেতে থাকেন। আগুয়ান গোলরক্ষক আসিফ পা দিয়ে ট্যাকেল করার চেষ্টা করেন। সেই মুহুর্তে বক্সের মধ্যে গুরকিরাত পড়ে গেলে রেফারি পেনাল্টির বাশি বাজান। 

ফাইনালে মাত্র দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। গোল হজম করলেও বাংলাদেশ যথেষ্ট আক্রমণ করে খেলেছে স্বাগতিকদের বিপক্ষে। বিশ মিনিটের মধ্যে গোলের সুযোগও সৃষ্টি করেছিল। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ মিনিটে ভারত ১-০ গোলে এগিয়ে রয়েছে। 

এজেড/এইচএমএ