ক্যারিয়ারে বড় দুঃসময়ে দাঁড়িয়ে তিনি। মাঠ আর মাঠের বাইরে দুই জায়গাতেই সমস্যার সামনে ক্রিশ্চিয়ানো রোনালদো। অনেক দিন আগে খারিজ হওয়া মামলা নিয়ে আবারো আদালতে মার্কিন মডেল ক্যাথরিন মায়োরগা। পর্তুগালের এই কিংবদন্তি ফুটবলারের বিরুদ্ধে দায়ের ধর্ষণের অভিযোগ তুলেছিলেন এই মডেল। সেই মামলা নিয়েই ফের সরগরম চারপাশ!

এটা অবশ্য অনেকেরই জানা, ২০০৯ সালে লাস ভেগাসের এক হোটেলে ধর্ষণ মামলায় অভিযুক্ত হন রোনালদো। যুক্তরাস্ট্রের মডেল ক্যাথরিনকে ধর্ষণের পরে মুখ বন্ধ রাখার জন্য অর্থও দেন সিআরসেভন। ২.৭৫ লক্ষ পাউন্ড দিয়ে তিনি মুখ বন্ধ করার চেষ্টা করেন তিনি। 

এমন অভিযোগ তুলে তিনি আদালতে যান ক্যাথরিন। যদিও গত জুন মাসে সেই মামলা খারিজ করা হয়। মামলা খারিজের পরে হাঁফ ছেড়ে বেঁচেছিলেন রোনালদো। কিন্তু এবার সেই মামলাই ফের উঠল আদালতে। এবার ক্ষতিপূরণ হিসাবে ৫৪ মিলিয়ন পাউন্ড দাবি করলেন ক্যাথরিন। 

এই মামলাটির শুনানিও শুরু করা হয়েছে। আদালতকে অভিযোগ জানিয়েছেন ক্যাথরিন। যদিও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা অভিযোগ পুরোটাই অস্বীকার করেছেন। 

এটি