‘বারবার আমাকেই কেন!’ –নেইমার চাইলে বলতেই পারেন এ কথা। গেল বছর দলবদলের শেষ দিনে লুক ডি ইয়ংকে ধারে দলে টানে বার্সেলোনা। এরপর তৎকালীন কোচ রোনাল্ড কোম্যান বলেছিলেন, ‘বাতাসে বল পেলে লুক নেইমারের চেয়েও ভালো খেলে’। এবার বার্সেলোনার বর্তমান কোচ জাভি হার্নান্দেজও নেইমারকে টেনে আনলেন তার আলোচনায়। জানালেন, নেইমারের মতো ভালো খেলোয়াড় আছেন তার দলে।

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ভিক্তোরিয়া প্লজেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। যার ফলে এবারের চ্যাম্পিয়ন্স লিগের মৃত্যুকুপ ‘সি’ গ্রুপে দলটি শুরুটা করেছে ভালোই। এই গ্রুপে যে আছে বায়ার্ন মিউনিখ আর ইন্টার মিলানও!

আরও পড়ুন>> লেভান্ডভস্কির হ্যাটট্রিকে বার্সেলোনার গোল উৎসব

এই ম্যাচে বার্সার নতুন রিক্রুট রবার্ট লেভান্ডভস্কি কেড়েছেন আলো। দারুণ এক হ্যাটট্রিক করেছেন, বনে গেছেন চ্যাম্পিয়ন্স লিগের এই সপ্তাহের সেরা খেলোয়াড়ও। তার তিন গোলের সঙ্গে ফ্র্যাঙ্ক কেসি আর ফেররান তরেসের লক্ষ্যভেদে বার্সা দারুণ জয়ই পেয়েছে।

তবে বার্সা কোচ জাভি সংবাদ সম্মেলনে উসমান দেম্বেলের প্রশংসাটাই করলেন বেশি। ফরাসি উইঙ্গার গোল না করলেও করিয়েছেন দুটো গোল। আর প্রতিপক্ষ রক্ষণকে যেভাবে নাচিয়ে ফিরেছেন পুরো ম্যাচে, সেটা নেইমারের কথাই মনে করিয়ে দিয়েছে জাভিকে।  

আরও পড়ুন>> মেসি-রোনালদোর ‘রেকর্ড’ ভেঙে অন্য উচ্চতায় নেইমার

বার্সা কোচের ভাষ্য, ‘সে এখানে আনন্দেই আছে। নিজেকে উপভোগ করছে। সে আমার জন্য, আমার দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন। সে পার্থক্য গড়ে দেয়, গোল করে, করায়; সে একটা ছুরির মতো, সে দারুণ ফর্মে আছে।’

ভিক্তোরিয়া প্লজেনের বিপক্ষে ম্যাচে দেম্বেলে/গেটি ইমেজ

এরপরই জানালেন দেম্বেলে তাকে নেইমারের কথাই মনে করিয়ে দেন বারেবারে। যদিও জাভি দেম্বেলের আরও উন্নতির জায়গা দেখছেন বেশ। বললেন, ‘আমি তাকে প্রশংসায় ভাসিয়ে দিতে চাই না। তবে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে সে এখন সেরা সময়ের নেইমারের মানে আছে। তবে তাকে আরও বেশি সাহসী হতে হবে। আরও বেশি গোলমুখে শট নিতে হবে। গোলও করতে হবে।’

আরও পড়ুন>> মেসি-এমবাপেকে ম্লান করে দিয়ে কথা রাখছেন নেইমার

নেইমারের মতো পায়ের কাজ আছে দেম্বেলের। জাভির চাওয়া, সেগুলোকেই কাজে লাগাবেন তিনি। বললেন, ‘সে দারুণ খেলোয়াড়, তার সে বৈশিষ্ট্য আছে, সেগুলোকে কাজে লাগাতে হবে তাকে। খেলায় পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য আছে তার, সে সেটা করছেও।’ 

এনইউ