‘ফলাফল দাও না হয় খেলা ছেড়ে দাও’, জামালদের সালাউদ্দিনের হুঁশিয়ারি
ছুটির দিনের তপ্ত দুপুর। উত্তরাস্থ পুলিশ ব্যাটালিয়নের মাঠে সেই গরমের তাপ একটু বেশিই ছিল। এই গরমের মধ্যেই জামাল ভূঁইয়াদের পুরো অনুশীলন দেখেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
অন্য দিনের তুলনায় আজকের অনুশীলন শুরুটা খানিকটা বিলম্বিত হয়েছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জামালদের সঙ্গে কথা বলেছেন। সভাপতি কি বলেছিলেন সেটা অনুশীলন শেষে জানালেন অধিনায়ক জামাল, ‘তিনি তার খেলোয়াড়ি জীবনের ইতিহাস বলেছেন।’
বিজ্ঞাপন
জামালদের ক্যাম্পে সালাউদ্দিন সব সময় পরিদর্শনে আসেন। প্রতিবারই জামালরা ভালো কিছুর আশ্বাস দিলেও মাঠে ফলাফল পাওয়া যায়নি। এবার সালাউদ্দিন কি চেয়েছেন এই বিষয়ে জামাল বলেন, ‘ডিসিপ্লিন ও কমিটমেন্ট শতভাগ চেয়েছেন তিনি। সবাই ফলাফল চায়, তিনিও চান।’
জামালের আগে সালাউদ্দিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। জাতীয় দলের পেছনে বাফুফে অনেক অর্থ ব্যয় করছে। সেই অনুপাতে সাফল্য তেমন নেই। সভাপতি তাই খানিকটা হুঁশিয়ারির সুরেই বললেন, ‘ফলাফল দাও না হয় খেলা ছেড়ে দাও।’ তবে জামালদের কথায় আপাতত আশা রাখতে চান তিনি, ‘খেলোয়াড়, কোচ সবাই আমাকে কথা দিয়েছে বাংলাদেশ দল উন্নতির দিকে হাটবে এখান থেকে।’
বিজ্ঞাপন
কাজী সালাউদ্দিন জাতীয় দলে ক্লাবের অবদানের কথা উল্লেখ করে বলেন, ‘আবাহনী ও বসুন্ধরা এই দুই ক্লাবের কথা বিশেষভাবে বলতে হয়। তারা ফুটবলের জন্য কাজ করছে। অন্য ক্লাবগুলোও করছে কিন্তু এই দুই ক্লাবের প্রভাব বেশি।’ শীর্ষ দুই ক্লাবের অবদান থাকলেও তাদের আরও কাজের জায়গা রয়েছে বলে মনে করেন বাফুফে কর্তা, ‘দুই ক্লাবেরই আরও কাজের জায়গা রয়েছে। বিশেষ করে আমার ক্লাবের (তার খেলোয়াড়ি জীবনের ক্লাব আবাহনী) আরও কিছু করার আছে।’
জাতীয় দলের অনুশীলনে আলোচনায় এসেছে ঘরোয়া লিগের ফিক্সিং ইস্যু। সবচেয়ে বেশি অভিযুক্ত আজমপুর ফুটবল ক্লাব বেকসুর খালাস পাওয়ায় ফুটবলাঙ্গনে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। এই প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, ‘এই বিষয়ে একটি স্বাধীন কমিটি (পাতানো খেলা শনাক্তকরণ কমিটি) কাজ করেছে। তারা তথ্য প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছে।’
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান এত দিন ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। তিনি এই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। ১৪ সেপ্টেম্বর কার্যনির্বাহী কমিটির সভায় লিগ কমিটির নতুন চেয়ারম্যান মনোনীত হবে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনই এই দায়িত্ব নিতে মানসিকভাবে প্রস্তুত রয়েছেন।
বাফুফে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল সভাপতি ও জাতীয় দল কমিটির সদস্যবৃন্দ আজ অনুশীলন দেখতে আসবেন। সভাপতি নির্ধারিত সময়ের আগেই এসেছেন। জাতীয় দল কমিটির কেউ আজ আসেননি। অনুশীলন শুরু হওয়ার কিছু সময় পর বাফুফে সভাপতিকে সঙ্গ দিয়েছেন সহ-সভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।
এজেড/এইচএমএ