আরও একবার বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় হারই সঙ্গী হলো বার্সেলোনার। এবার যেভাবে হেরেছে বার্সা, তাতে দলটির কোচ জাভি হার্নান্দেজ রীতিমতো রেগে আগুন। তার দল যে এবার ভালো খেলেও জিততে পারেনি, হেরেছে ২-০ গোলে! বার্সা কোচের অভিমত, জয়টা তার দলেরই প্রাপ্য ছিল।

৫ মিনিটের ব্যবধানে দুই গোল করে বায়ার্ন ম্যাচটা ছিনিয়ে নিয়ে গেছে বার্সেলোনার হাত থেকে। এর ফলে বায়ার্ন মিউনিখ দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চলে গেছে গ্রুপের শীর্ষে, আর বার্সেলোনা ৩ পয়েন্ট নিয়ে নেমে গেছে দ্বিতীয় স্থানে।

আরও পড়ুন>> বায়ার্ন পরীক্ষায় আবারও ফেল, ইউরোপার শঙ্কায় বার্সেলোনা

তবে বার্সেলোনা ম্যাচে বেশ আধিপত্য নিয়েই খেলেছে। বার্সেলোনার বলের দখল বায়ার্ন থেকে ছিল বেশি, গোলমুখে শটেও এগিয়ে ছিল জাভির দলই। বার্সা কোচের রাগের কারণ এটাই। তিনি বলেন, ‘আমার খুব রাগ হচ্ছে, আমি হারতে পছন্দ করি না। আজকের হারটা আমাদের প্রাপ্য ছিল না।’

গেল বছর জাভি তার কোচিং ক্যারিয়ারের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেই বায়ার্নের মাঠে হেরেছিলেন ৩-০ গোলে। সেই ম্যাচের সঙ্গে এই ম্যাচের পার্থক্য বিস্তর। জাভির রাগের কারণ এটাই, এত পার্থক্য নিয়েও ফলাফলটা যে একই রয়ে গেছে! তিনি বলেন, ‘গেল বছর আমি রেগেছিলাম, কারণ তারা আমাদের চেয়ে এগিয়ে ছিল। তবে আজ আমি মনে করি আমরা বায়ার্ন থেকে ভালো খেলেছি, আমরা তাদের ওপর আধিপত্য বিস্তার করেছি, আমরা তাদের ওপর ছড়ি ঘুরিয়েছি।’

আরও পড়ুন>> গাভির দাম ৯৬৬৬ কোটি টাকা!

‘আমরা বেশি পরিষ্কার সুযোগ সৃষ্টি করেছি, যা ম্যাচটার দৃশ্য বদলে দিতে পারত। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ছোট ছোট বিষয় পার্থক্য গড়ে দেয়।’

‘এই পর্যায়ে এসে সবকিছু সমান থাকলেও আপনাকে এইসব ভুলের কারণে মাসুল গুনতে হয়। আজ আমাদের কঠিন শিক্ষা হয়েছে।’

আরও পড়ুন>> মেসিকে ফেরানোর প্রথম পদক্ষেপ সেরে ফেলেছে বার্সা

জাভি তার দলকে ভুল থেকে শেখার তাগিদও দিলেন। বললেন, ‘কর্নারে আমাদের মার্কিংয়ে ভুল হয়েছিল। দ্বিতীয় গোলটায় ট্র্যানজিশনে আমরা তাদের আটকাতে পারিনি, যেটা তারা আমাদের বিপক্ষে ভালোভাবেই করেছে।’

জাভির অভিমত, এখানেই হেরেছে বার্সা। বললেন, ‘সেখানেই আমরা ব্যর্থ হয়েছি, খুব ভালোভাবেই হয়েছি। আমাদের খেলায় কার্যকরিতার অভাব ছিল। আমরা ভালো খেলেছি, এটা ইতিবাচক ছিল। তবে ম্যাচটা হেরেছি, এটাই এই ম্যাচের নেতিবাচক দিক।’

এনইউ/এটি