সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল নেপাল থেকে আজ বুধবার দুপুরে ফিরেছে রাজধানীতে। ঢাকায় পা রাখার সঙ্গে সঙ্গে সাবিনারা দফায় দফায় পাচ্ছেন শুভেচ্ছা। ফুটবল কর্মকর্তাদের পাশাপাশি উৎসুক জনতা এবং গণমাধ্যমকর্মীদের ব্যাপক জনসামগম ছিল এদিন বিমানবন্দরে। তাদের পা রাখার কিছুক্ষণ আগে পবিত্র ওমরাহ হজ পালন শেষে জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদও ফেরেন বিমানবন্দরে। সেখানে তিনিও শুভেচ্ছা জানিয়েছেন সাফজয়ী বাংলাদেশ দলকে।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নেপাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরার কিছুক্ষণ আগেই ওমরাহ পালন শেষে দেশে ফেরেন তাসকিন আহমেদ। বিমানবন্দরের টার্মিনাল থেকে লাইভ চলাকালে বেসরকারি এক টিভি চ্যানেলকে ছোট করে ইন্টারভিউ দেন তাসকিন। নারী দল নিয়ে অনুভূতি প্রকাশ করেন এই পেসার। সেখানে তাসকিন বললেন, ‘এটা খুবই ভালো একটা অর্জন আমাদের জন্য। আমি খুশি, সবাই খুশি।’

এর আগে আজ বুধবার সকালে সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী দলের এমন ঐতিহাসিক জয়ে দেশের সবাই গর্বিত বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘অসাধারণ পারফরমেন্স ও ঐতিহাসিক অর্জন দিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে, আনন্দে ভাসিয়েছে। তাদের এ প্রচেষ্টায় সমর্থন জোগানো এবং পাশে থাকার নিদর্শন হিসেবে বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’

এসএইচ/এটি/এনইউ