সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই আজ বৃহস্পতিবার মাঠে নামছেন জামাল ভূঁইয়ারা। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় জামালরা কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে। 

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘আমরা জয়ের জন্যই নামব। আশা করি সেরা খেলা দিয়ে পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারব।’

বাংলাদেশ কম্বোডিয়ার বিপক্ষে একটি অনুশীলন ম্যাচও খেলেছে। তাই প্রতিপক্ষ সম্পর্কে ধারণা রয়েছে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার, ‘আমরা একটা ম্যাচ খেলায় তাদের সম্পর্কে ধারণা হয়েছে। আবার তাদেরও আমাদের সম্পর্কে ধারণা আছে।’

বাংলাদেশ এই ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে। কম্বোডিয়ায় আজ খেলে আগামীকাল বাংলাদেশ দল নেপালের উদ্দেশ্যে রওনা হবে। নেপালের বিপক্ষে ম্যাচটি ২৭ সেপ্টেম্বর। 

এজেড/এটি