ভ্যাকসিন নিলেন জেমি ডে
ভ্যাকসিন নিচ্ছেন জেমি ডে।
জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে করোনা ভ্যাকসিন নিয়েছেন। আজ (রোববার) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জেমি ডে টিকা গ্রহণ করেন। জেমির সঙ্গে বাফুফের আরও দুই জন ব্রিটিশ স্টাফ জেমির সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস ও টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি।
টিকা দেওয়ার পর জেমি জানান, এখন পর্যন্ত সুস্থ ও স্বাভাবিক রয়েছি। সাধারণ টিকার মতোই লাগছে। টিকা দিন প্রক্রিয়াটা বেশ সহজ ছিল। জেমিদের এই টিকাদানের সময় উপস্থিত ছিলেন বাফুফের মেডিকেল কমিটির ডেপুটি চেয়ারম্যান আলী ইমরান।
বিজ্ঞাপন
জেমি ডে নভেম্বর নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ চলাকালে করোনায় আক্রান্ত হন। টানা পাঁচবার করোনা পজিটিভ ছিলেন তিনি। ৫ ডিসেম্বর কাতার ম্যাচের দুই দিন আগে নেগেটিভ রিপোর্ট পেয়ে শেষ মুহূর্তে দলের সঙ্গে যোগ দেন।
৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে করোনা টিকা দেওয়ার পরের দিনই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন টিকা নিয়েছেন। বাফুফে সভাপতি ছাড়াও সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদি, সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকসহ ফুটবল সংশ্লিষ্ট আরও অনেকেই নিয়েছেন।
বিজ্ঞাপন
ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ও কোচিং স্টাফ টিকা দিলেও ফুটবলারদের ব্যাপারে এখনো সুনির্দিষ্ট কোনো নীতিমালা করেনি ফুটবল ফেডারেশন। চলমান প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হলে হয়তো এই বিষয়ে বাফুফে কোনো পদক্ষেপ নিতে পারে।
এজেড//এটি/এমএইচ