কাজী সালাউদ্দিন ২০০৮ সালে সভাপতি হয়েই চমক দিয়েছিলেন কোটি টাকার সুপার কাপ দিয়ে। ২০০৯, ১১ ও ১৩— এ তিনবার হয়েছিল সুপার কাপ। নয় বছর পর আবার আলোচনায় এসেছে টুর্নামেন্টটি।

আজ (শনিবার) লিগ কমিটির সভায় সুপার কাপ নিয়ে আলোচনা হয়েছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এখন নিজেই লিগ কমিটির চেয়ারম্যান। তিনি আজ সভা শেষে সুপার কাপের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আগে আমরা সুপার কাপ করতাম। সেটা নিয়ে আলোচনা হয়েছে। করার সিদ্ধান্তও হয়েছে। এখনই আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছি না। অর্থায়ন নিশ্চিত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেব।’

লিগ কমিটির সভায় উপস্থিত অন্য সদস্যরাও সুপার কাপের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। ঘরোয়া ফুটবলের আকর্ষণ আরও বাড়াতে সুপার কাপ বাড়তি উদ্দীপনা হিসেবে কাজ করবে বলে মনে করেন তারা।

সুপার কাপ কবে নাগাদ শুরু হবে এবং কত টাকার পুরস্কার থাকবে—  বিষয়গুলো নিয়ে এখনো আলোচনা হয়নি। এসব বিষয় পরবর্তী সভাগুলোয় নির্ধারণ হতে পারে।

২০০৯ সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা মোহামেডান। এক বছর বিরতি দিয়ে পরের আসরে শিরোপা নিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী। ২০১৩ সালে সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান। প্রথম দুই আসরের ফাইনালিস্ট ছিল আবাহনী ও মোহামেডান। তৃতীয় আসরের ফাইনাল খেলেছিল শেখ রাসেল।

এজেড/আরএইচ