নেপালকে হারিয়ে এবারের সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের চাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। নিজেদের এমন অর্জনে জাতীয় পর্যায় থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে সংবর্ধিত হচ্ছেন লাল-সবুজ বাঘিনীরা। এরই ধারাবাহিকতায় এবার নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনা পেয়েছেন স্বপ্না রানী ও সোহাগী কিসকু। 

শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনায় জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থাসহ জেলার বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো ফুটবলারদের উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন। এছাড়া জেলা প্রশানের পক্ষ থেকে ৫০ হাজার ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাদের ২৫ হাজার টাকা অর্থ পুরষ্কার দেওয়া হয়৷ 

অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও -১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন৷বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বন্যা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসহুদুর রহমান বাবু প্রমুখ। 

উষ্ণ অভ্যর্থনা ও মানুষের এমন ভালবাসায় আবেগাপ্লুত স্বপ্না বলেন, 'জীবনে এমন একটি দিন আসবে আমরা কখনো কল্পনা করতে পারিনি৷ এত বেশী ভালবাসা পেয়েছি আর পাচ্ছি তা বলার মত নয়৷ আমরা ঠাকুরগাঁও বাসীর কাছে চিরকৃতজ্ঞ।'

অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, 'নারী ফুটবল দল চমক দেখিয়েছে। আমাদের জেলার দুইজন নারী ফুটবলারও সেই দলের সদস্য। আমরা তাদের জন্য গর্বিত। তারা যাতে করে আরো সামনে এগিয়ে যায় তাদের সব ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এনইআর