নতুনদের সুযোগ দিতে গিয়ে হেরেছে ভারত
শক্তির বিচারে নারীদের ক্রিকেটে ভারতের সাথে আকাশ-পাতাল তফাত পাকিস্তানের। থাইল্যান্ডের কাছে হেরে তো আরও ব্যাকফুটে ছিল বিসমাহ মারুফের দল। তাই উড়তে থাকা ভারতের সামনে পুরোদস্তর দাপট দেখিয়ে ক্রিকেটবিশ্বে বেশ প্রশংসা কুড়াচ্ছে দলটি। কিন্তু পাক ক্রিকেটারদের পুরোপুরি কৃতিত্ব দিতে নারাজ ভারতের কোচ রমেশ পাওয়ার। সরাসরি না বললেও হারের মূল কারণ হিসেবে ইঙ্গিত করেছেন জুনিয়র নিয়ে পরীক্ষা-নিরীক্ষার বিষয়টিকে।
শুক্রবার মাঝারি লক্ষ্য তাড়ায় শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পরেও অভিজ্ঞ দীপ্তি শর্মা ও হারমানপ্রীত করের বদলে পূজা ভাস্ত্রকার ও হেমলতাকে নামায় ৫ বারের চ্যাম্পিয়নরা। এই দুটি উইকেট দ্রুত হারানোয় শেষের দিকে চাপটা আরও বেড়ে যায় রমেশের শিষ্যদের। এমন সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে গিয়ে ভারতের প্রধান কোচ জানালেন, তারা অল্প বয়সীদের সুযোগ দিতে চেয়েছিলেন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে রমেশ বলেন, ‘আমরা নিয়মিত যাদের দিয়ে রান তাড়া করি, তাদের নিয়ে চেষ্টা করিনি। নতুনদের কেউ যেন দায়িত্ব নিতে পারে এটা চেয়েছি। কারণ এটা আমাদের চার নম্বর ম্যাচ। আমরা পূজা, রিচা, রাধা, হেমলতাদের সুযোগ দিতে চেয়েছি; তারা তরুণ খেলোয়াড়। তাদের এই ধরনের চাপের মধ্যে দিয়ে যাওয়া দরকার।’
তিনি আরও বলেন, ‘হারমান, জেমি, স্মৃতিরা অনেকদিন ধরেই এমন চাপ সামলে আসছে। আমাদের চিন্তা ছিল তাদের চাপটা অনুভব করতে দেওয়া। বিশ্বকাপের আগে এটা দরকার। আমরা এটা এশিয়া কাপে করছি কারণ হাতে খুব বেশি ম্যাচ নেই।’
বিজ্ঞাপন
সিলেটের আউটার স্টেডিয়ামে শুক্রবার ভারতকে ১৩ রানে হারিয়েছে ভারত। ব্যাট ও বল হাতে পাক নারীদের জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন নিদা দার। এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয়বার ভারতকে হারানোর গৌরব অর্জন করলো পাকিস্তানের নারীরা।
এনইআর