আজ সকাল থেকেই দেশের অনেক জায়গায় বৃষ্টি। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব বাংলাদেশের জনজীবনে। প্রভাব পড়েছে ঘরোয়া ফুটবলেও। বাফুফে অনুর্ধ্ব-১৮ লিগে আজ শেষ ম্যাচ। সিত্রাংয়ের জন্য ম্যাচের ভেন্যু ও সময় বদল হয়েছে। 

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজকের ম্যাচটি হওয়ার কথা ছিল ধানমন্ডির শেখ জামাল ক্লাবের মাঠে। অনবরত বৃষ্টির ফলে মাঠ খেলার অনুপযোগী হয়ে উঠে। এজন্য ম্যাচের ভেন্যু বদলে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেয়া হয়েছে। এই স্টেডিয়ামে টার্ফের ভেন্যু হওয়ায় বৃষ্টির মধ্যেও খেলা হতে সমস্যা নেই। ভেন্যুর সাথে সময়ও পরিবর্তন হয়েছে। ম্যাচটি তিনটার পরিবর্তে সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে। 

আজ লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এই ম্যাচে রহমতগঞ্জ জিতলে বসুন্ধলা কিংস ও মুক্তিযোদ্ধা সংসদের সমান ২১ পয়েন্ট হবে। লিগের বাইলজ অনুযায়ী ততোধিক দলের পয়েন্ট সমান হলে রানার আপ পজিশন নির্ধারিত হবে গোল ব্যবধানে। সেক্ষেত্রে বসুন্ধরা কিংস ১৯ গোল ব্যবধান নিয়ে রানার্স আপ হওয়ার অপেক্ষায়। মুক্তিযোদ্ধা সংসদ ৩ গোল ব্যবধান নিয়ে লিগ শেষ করেছে। আজ শেষ ম্যাচে রহমতগঞ্জকে রানার্স আপ হতে হলে ১৫ গোল করতে হবে ন্যুনতম। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে নিয়ে এই বারই প্রথম জুনিয়র পর্যায়ে লিগ হচ্ছে। সেই লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। জামাল চ্যাম্পিয়ন হয়েছে এক রাউন্ড আগেই। আজ রানার্স আপ পুরস্কার প্রদান করবে। 

এজেড/এনইআর