সিত্রাংয়ের মধ্যেই কিংসের রানার্সআপ ট্রফি
সকাল থেকেই চলছে অনবরত বৃষ্টি। সময়ের সঙ্গে অনেক ধারও বেড়েছে বৃষ্টির। এরই মধ্যে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বাফুফে অনুর্ধ্ব-১৮ ফুটবল লিগের ম্যাচ।
সন্ধ্যা ছয়টায় ম্যাচ শুরু হয়। বৃষ্টির মধ্যেই শেখ রাসেল ও রহমতগঞ্জের ফুটবলাররা ম্যাচ খেলেন। প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এই ড্রয়ের ফলে রহমতগঞ্জ ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে জুনিয়র লিগ শেষ করে। বসুন্ধরা কিংস ও মুক্তিযোদ্ধা সংসদের সমান ২১ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থাকায় কিংস রানার্সআপ হয়। শেখ জামাল হয় লিগের চ্যাম্পিয়ন।
বিজ্ঞাপন
আজ লিগের শেষ ম্যাচ ছিল। সেই ম্যাচের প্রথমার্ধে রাসেল ২ গোলে এগিয়ে যায়। রাজু ও রাফিউল একটি করে গোল করেন। রহমতগঞ্জের নাবিদুল ৫০ মিনিটে গোল করে পুরান ঢাকার ক্লাবকে ম্যাচে ফেরান। ইনজুরি সময়ে শেখের গোলে রহমতগন্জ সমতা আনে।
লিগ শেষে রানার আপ দল বসুন্ধরা কিংসকে ট্রফি দেয়া হয়। বাফুফে নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ কিংসকে ট্রফি প্রদান করেন।
বিজ্ঞাপন
এজেড/এনইআর