সুরভীর সৌরভে মুগ্ধ ছোটন
তিন জাতির অনুর্ধ্ব-১৫ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ শুভ সুচনা করেছে। আট গোলের মধ্যে হ্যাটট্রিক করেছেন সুরভী আকন্দ প্রীতি। ম্যাচে শুরুর একাদশে ছিলেন না এই ফুটবলার। ৪৬ মিনিটে নেমে ম্যাচের অর্ধেক সময়ের মধ্যে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
বাংলাদেশ জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন এই টুর্নামেন্ট থেকে পরবর্তী সানজিদা-কৃষ্ণা বের করতে চান। প্রথম ম্যাচেই সুরভী সেই সৌরভ ছড়িয়েছেন। ময়মনসিংহের নান্দাইল থেকে আসা সুরভী সম্পর্কে কোচ ছোটন বলেন, ‘সুরভী মেধাবী খেলোয়াড়। সেটা এই ম্যাচে প্রমাণ দিয়েছে।' সুরভীর পরিবারের নিবেদন সম্পর্কে ছোটন বলেন, ‘সুরভীর ভাই খুব ফুটবল অনুরাগী। সুরভীর জন্য সে অনেক কষ্ট করে। ওর বাবা-মাও ফুটবলের প্রতি যথেষ্ট আগ্রহী।’
বিজ্ঞাপন
আজকের ম্যাচে জয়নব ছাড়া বাংলাদেশের অন্য সকলের খেলোয়াড়ের আন্তর্জাতিক অভিষেক হয়েছে। অভিষিক্ত ম্যাচের পারফরম্যান্সে খুশি কোচ ছোটন, ‘এটা প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল। কিভাবে প্রথম ম্যাচ মানিয়ে নেয় সেটা দেখার বিষয় ছিল। প্রথমে নামার পর একটু সমস্যা হয়েছে। কিন্ত সময় যতো গেছে তত মানিয়ে নিয়েছে। ভালো দিক হলো যেহেতু এটা প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল পরিকল্পনার মধ্যেই ছিল। পরিকল্পনা যা ছিল তা-ই ফলো করার চেষ্টা করেছি এবং কাঙ্খিত জয় পেয়েছি।’
ম্যাচের পর শুধু সুরভী নন সবারই প্রশংসা করেছেন কোচ, ‘শুধু সে না। যে যখন সুযোগ পাবে তার সেরাটা দিবে। সুরভী আক্তার প্রীতি বলুন, কানন বলেন, পুজা বলেন যে যখন নেমেছে সে সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। যে যার পরিবর্তে নেমেছে তার চেয়ে বেটার করেছে।’
বিজ্ঞাপন
বাংলাদেশের অধিনায়ক রুমা ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন। তবে কোচের আশা ৫ নভেম্বর নেপাল ম্যাচের আগে রুমাকে পাওয়ার।
বাংলাদেশ দল ৮ গোল করলেও এর দ্বিগুণ অফ সাইডে পড়েছে। অফ সাইড প্রসঙ্গে ছোটনের ব্যাখ্যা, ‘ওরা হাই লাইন্স ডিফেন্স খেলছিল বলে শুরু থেকে অফসাইডে পড়ছিল। প্রথম ম্যাচ হিসেবে যা করেছে খুশী হওয়ায় উচিত৷ আমাদের ক্যাম্পের ফিলোসোফি হলো প্রতি বিভাগে উন্নতি করতে হবে।’
এজেড/এনইআর