কাতারের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দল একে একে দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। ব্রাজিল, জার্মানি ও ফ্রান্সের মতো শক্তিশালী দলগুলো ইতোমধ্যে জানিয়ে দিয়েছে কারা যাচ্ছে বিশ্ব আসরে। শুক্রবার সে তালিকায় নাম লেখালো স্পেনও। বিশ্বকাপ উপলক্ষ্যে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন দলটির কোচ লুইস এনরিক। 

স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে আছে বেশকিছু চমক। বিশ্ব আসরের মতো বড় মঞ্চে স্প্যানিশদের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে অভিজ্ঞ সার্জিও রামোসকে। এছাড়া দল থেকে বাদ পড়েছেন লিভারপুল মিডফিল্ডার থিয়েগো এবং চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগা।

বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়াও। এছাড়াও সুযোগ পাননি লিডস ইউনাইটেডের ডিফেন্ডার ডিয়েগো লরেন্টে এবং রিয়াল বেটিস স্ট্রাইকার বোরজা। তবে প্রথমবারের মতো স্পেনের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন বার্সেলোনার স্ট্রাইকার আনসু ফাতি।

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড-

গোলরক্ষক: উনাই সাইমন, রবার্ট সানচেজ, ডেভিড রায়া।

ডিফেন্ডার: কারবাহাল, আজপিলিকুয়েটা, এরিক গার্সিয়া, গুইলামোন, পাউ টরেস, আইমেরিক ল্যাপোর্টে, আলবা, গায়া। 

মিডফিল্ডার: সার্জিও বুস্কেটস, রদ্রি, গাভি, কার্লোস সোলার, মার্কোস লরেন্টে, পেদ্রি, কোকে।

ফরোয়ার্ড:  ফেররান টরেস, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, আলভারো মোরাতা, মার্কো অ্যাসেনসিও, সারাবিয়া, দানি ওলমো, আনসু ফাতি।

এনইআর