বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে নিজেদের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। শুক্রবার বিশ্বকাপের জন্য দল প্রকাশ করেছে তারা। লুক ডি ইয়ং, ভার্জিল ভ্যান ডাইককে নিয়ে দারুণ এক দল গঠন করেছে ডাচরা। ২০১০ সালে ফাইনাল খেললেও সেবার কাপের স্বাদ পায়নি, স্পেনের কাছে হেরে রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ডাচদের।

২১ নভেম্বর সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে আসন্ন কাতার বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করবে ডাচরা। গ্রুপ ‘এ’ তে তাদের বাকি দুই প্রতিপক্ষ  কাতার ও ইকুয়েডর।

নেদারল্যান্ডস স্কোয়াড:

গোলরক্ষক: জাস্টিন বিজলো, আন্দ্রিয়েস নোপার্ট, রেমকো পাসভির।

ডিফেন্ডার: ভার্জিল ভ্যান ডাইক, নাথান আকে, ডেলি ব্লিন্ড, টিম্বার, ডেনজেল ডামফ্রাইস, জেরেমি ফ্রিম্পং, ম্যাথিস ডি লিট, টাইরেল ম্যালেসিয়া, স্টেফান ডি ভ্রিজ, ।

মিডফিল্ডার: ফ্র্যাঙ্কি ডি ইয়ং, স্টিভেন বার্ঘুইস, ডেভি ক্লাসেন, টিউন কুপমেইনার্স, মার্টেন ডি রুন, কেনেথ টেলর, জাভি সিমন্স।

ফরোয়ার্ড: মেম্ফিস ডিপাই, স্টিভেন বার্গউইন, কোডি গাকপো, ভিনসেন্ট জ্যানসেন, লুক ডি ইয়ং, নোয়া ল্যাং, ওয়েগহর্স্ট।

এসএইচ/এনইআর