কাতারের ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি মাত্র ৬ দিন। এমন সময়ে ফ্রেঞ্চ শিবিরে এলো নতুন দুঃসংবাদ। ইনজুরির কারণে গতবারের বিশ্বকাপজয়ী তারকা প্রেস্নেল কিম্পেম্বেকে পাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

গোড়ালির চোটে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে আছেন কিম্পেম্বে। চলতি মৌসুমে তার ক্লাব পিএসজির হয়েও মাঠে নামতে পারেননি খুব বেশি। তবে বিশ্বকাপের আগে ফিরতে পারবেন ফ্রেঞ্চ এ তারকা, এমনটাই ধারণা ছিল সবার মনে। তাই তো চোট পাওয়া ডিফেন্ডারকে দলেও রেখেচিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশাম্প। তবে শেষ পর্যন্ত চিকিৎসক এবং কোচের সঙ্গে আলোচনা করে বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিম্পেম্বে।

সোমবার এক বিবৃতিতে কিম্পেম্বের বিশ্বকাপ দল থেকে ছিটকে যাওয়ার বিষয়টি স্পষ্টভাবে জানিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। বিবৃতিতে পিএসজি তারকার বদলি খেলোয়াড়ের নামও জানিয়েছে ফেডারেশনটি। বিশ্বকাপজয়ী কিম্পেম্বের ছিটকে যাওয়াতে ফ্রান্সের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন অ্যাক্সেল ডিসাসি। 

আগামী ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ফ্রান্স। গ্রুপ ডি'তে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বাকি দুই ম্যাচের প্রতিপক্ষ ডেনমার্ক এবং তুনিশিয়া। 

এনইআর