কাতার বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছে বিশ্ব! তার আগে চলছে নানা হিসাব নিকাশ। কারা এগিয়ে এনিয়ে চলছে সমীকরণ। তার আগে ধারাবাহিক প্রতিবেদনে চলুন দেখে নিই ৩২ দলের বিশ্বকাপ রেকর্ড। এখানে থাকছে অস্ট্রেলিয়ার রেকর্ডগুলো।

বিশ্বকাপের সেরা পারফরম্যান্স- দ্বিতীয় পর্ব-২০০৬
বিশ্বকাপে অংশগ্রহণ- ৬ বার (১৯৭৪,২০০৬,২০১০,১৪,১৮ ও ২২)
বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ– ১৯৭৪
সর্বশেষ বিশ্বকাপে অংশগ্রহণ- ২০১৮ (গ্রুপ পর্ব থেকে বিদায়)

পরিসংখ্যান ও ফ্যাক্ট

অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড় টিম কাহিল। ২০০৬ জার্মানি বিশ্বকাপে কাহিল অস্ট্রেলিয়ার পক্ষে চূড়ান্ত পর্বে প্রথম গোল করেন। ব্রাজিল বিশ্বকাপে গোল করে কাহিল অস্ট্রেলিয়ার হয়ে অনন্য রেকর্ড করেন। একমাত্র অস্ট্রেলিয়ান খেলোয়াড় যিনি তিন বিশ্বকাপে গোল করেছেন। 
অস্ট্রেলিয়া মাত্র ৬ষ্ঠ বার বিশ্বকাপে অংশগ্রহণ করছে। এর মধ্যে পাঁচ বারই তাদের গ্রুপে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের পেয়েছে। ১৯৭৪ সালে জার্মানি, ২০০৬ সালে ব্রাজিল, ২০১০ সালে জার্মানি, ২০১৪ সালে স্পেন ও ২০১৮ সালে ফ্রান্স তাদের গ্রুপে ছিল।