মরুর দেশ কাতার বিশ্বকাপ ফুটবলে এবার খেলা হচ্ছে ৮টি ভেন্যুতে। ঢাকা পোস্টের আয়োজনে এবার থাকছে খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম নিয়ে প্রতিবেদন। 

খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম 
আসন সংখ্যা: ৪০ হাজার
ম্যাচ সংখ্যা: ৭ (গ্রুপ পর্ব ৬ ও দ্বিতীয় রাউন্ড ১ ও তৃতীয় স্থান)

কাতারের সবচেয়ে পুরোনো এবং ঐতিহ্যবাহী ফুটবল স্টেডিয়াম। কাতার যখন বিশ্বকাপের জন্য স্বাগতিক হয় সেই সময় ১৯৭৬ সালে নির্মিত এই স্টেডিয়ামটিই মূলত পরিচিত ছিল। এরপর অবশ্য অনেক সংস্কারই হয়েছে। স্টেডিয়ামটির নকশা এখন অনেকটা নৌকার মতো।

২০০৬ সালে কাতার এশিয়ান গেমসের স্বাগতিক ছিল। এশিয়ান গেমসের ফুটবলের প্রতিযোগিতা এই স্টেডিয়ামে হয়েছে। এশিয়ান গেমস ছাড়াও এশিয়ার ও আন্তর্জাতিক অনেক বড় টুর্নামেন্ট এই স্টেডিয়ামে হয়েছে। ২০১১ এশিয়ান কাপ ফাইনাল, লিভারপুল ও ফ্ল্যামেঙ্গোর মধ্যকার ২০১৯ ক্লাব বিশ্বকাপের ফাইনাল উল্লেখযোগ্য। 

আগামী ২১ নভেম্বর এই মাঠেই ইরানের বিপক্ষে ইংল্যান্ড তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। ঐ ম্যাচ ছাড়া গ্রুপ পর্বের আরো পাঁচটি ও নক আউট পর্বের দ্বিতীয় রাউন্ডের একটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে।