মেইন প্রেস সেন্টার ছাড়াও প্রতি স্টেডিয়ামেই আছে মিডিয়া সেন্টার। আর্জেন্টিনার ম্যাচ থাকায় লুসাইল স্টেডিয়ামে প্রেস সেন্টারে সাংবাদিকের বিশাল বহর। আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হেরে যাওয়ায় প্রেস সেন্টারে চলছে আলোচনা-সমালোচনা। 

আর্জেন্টিনার সাংবাদিক সার্জিও এবার নিয়ে দশম বিশ্বকাপ কাভার করতে এসেছেন। তার সাংবাদিকতা জীবনে বিশ্বকাপে আর্জেন্টিনার অনেক ম্যাচ কাভার করেছেন। 

আজকের হারকে অন্যতম অঘটন হিসেবেই উল্লেখ করলে এই বর্ষীয়ান সাংবাদিক, ‘আর্জেন্টিনার এই হারটি অবশ্যই অপ্রত্যাশিত এবং বিশ্বকাপের অন্যতম অঘটনের একটি নিঃসন্দেহে।’

ব্রাজিলের সাংবাদিক আলেকজান্দ্রা অবশ্য বিষয়টি দেখছেন অন্যভাবে, ‘আর্জেন্টিনা এই বিশ্বকাপে তাদের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় আনতে পারেনি। আজকের ম্যাচে মেসি দুর্দান্ত খেলেছে কিন্তু তিনি সেভাবে সমর্থন পাননি।’

আলজেরিয়ার সাংবাদিক আবজালুর অবশ্য সৌদি কোচের কৃতিত্ব দিয়েছেন, ‘স্ক্যালোনি আর্জেন্টিনাকে অনেক ম্যাচ অপরাজিত রাখলেও আজ সৌদির কোচের কাছে হেরেছে। তার কৌশলের কাছেই আর্জেন্টিনা পরাজিত হয়েছে। পাশাপাশি সৌদি আরবের ফুটবলাররা দুর্দান্ত খেলেছে। বিশেষ করে গোলরক্ষক ও ডিফেন্স।’

আলজেরিয়ার এই সাংবাদিক ম্যাচটিকে অঘটন বলতে চান না, ‘সৌদি তাদের শক্তি ও যোগ্যতা দিয়েই ম্যাচটি জিতেছে। পাশাপাশি আর্জেন্টিনাও ম্যাচে ছিল বেশ কিছুক্ষণ। ফলে এটিকে সেই অর্থে অঘটন বলব না আমি।’ 

এজেড/এনইউ