বিশ্বকাপ মিশনের নিজেদের প্রথম ম্যাচে গতকাল সৌদি আরবের কাছে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে আর্জেন্টিনা। আর নিজের পছন্দের দলের এমন হারের পর অবশ্য চুপ থাকতে পারেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিজের ফেসবুক প্রোফাইলে দিয়েছেন এক পোস্ট,  সেখানে জানিয়েছেন আর্জেন্টিনার সমর্থন করা সবসময় রিস্কের কিন্তু কিছুই করার নেই।

এ নিয়ে মাশরাফি বলেন, 'আর্জেন্টিনা সাপোর্ট করা সবসময় রিস্ক, কিন্তু কিছুই করার নাই। এই দলটাকেই সাপোর্ট করে যেতে হবে। আবার হয়তো গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হবে, এটা নতুন কিছু না তবে ওদের ডিফেন্স আবার ও একবার এক্সপোজ হলো। খেলায় অঘটন ঘটে এটা সত্য তবে সৌদির সাথে ড্র এর থেকে খারাপ আশা করা যায়না। আর আর্জেন্টিনা কখনো অন্যদের মতো কামব্যাক করতে পারেনা তা আরও একবার প্রমানিত।'

মাশরাফি আরো বলেন, '৫০ মিনিট হাতে পেয়েও গোল শোধ করতে পারেনা যেখানে অন্য দল এই অবস্থায় থাকলে ম্যাচ জিততো বা ড্র করতো। চাপে আর্জেন্টিনা কখনোই ভালো দল না। আর ঠিক এ কারনেই ওদের খেলা নিয়ে কখনোই বড় কিছু আশা করি ও না। ব্রেনের ভিতর ঢুকে গেছে দলটা, তাই যা কিছুই হোক দলটার সাথেই আছি। শুভ কামনা পরের ম্যাচের জন্য।'

এসএইচ