সংবাদ সম্মেলনের শুরুতে ফিফার মিডিয়া অফিসারের কোচ, খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেয়াটা আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতার পর্বেও মিশে থাকল খানিকটা অনানুষ্ঠানিকতা। ব্রাজিলিয়ান কোচ তিতেকে বরাবরই ‘প্রফেসর’ হিসেবে সম্বোধন করেছেন মিডিয়া অফিসার।

সমসাময়িক কোচদের মধ্যে তিতের দর্শন ও ব্যক্তিত্ব বিশেষ পর্যায়ের। তিনি অন্য কোচদের চেয়ে চিন্তা-চেতনায় আলাদা। এর ছোট্ট প্রমাণ- তার সম্মেলন মানেই সব সময় একজন সহকারী কোচিং স্টাফ থাকবেই, সহকারী ছাড়া তিনি কোনো সম্মেলনে আসেন না।

আরও পড়ুন>> বিশ্বকাপ জিততে সবকিছু করবে ব্রাজিল

বিশ্বকাপে ব্রাজিল সব সময়ই ফেভারিট। এরপরও গত দুই দশকে শিরোপাহীন, কেন? এ প্রশ্নের উত্তর বেশ মজা করেই দিয়েছেন তিতে, ‘গত বিশ বছরের দায় আমি নিতে পারব না। চার বছরেরটা নিতে পারি।’ 

গত বিশ্বকাপেও ব্রাজিলের কোচ ছিলেন তিনি। রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। এই বিশ্বকাপেও ব্রাজিলের উপর প্রত্যাশা বেশি। এ সম্পর্কে তিতের মন্তব্য, ‘এটা অবশ্যই চ্যালেঞ্জ। সমর্থকরা আমাদের চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চায়। এই প্রত্যাশাকে চাপ মনে করি না।’

আরও পড়ুন>> ব্রাজিলের ফের বিশ্বকাপ জয়ের সময় এসেছে

ব্রাজিলের সমর্থকরা প্রত্যাশা করেই যাচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার। প্রত্যাশা পূরণ না হলেও স্বপ্ন দেখে যেতে বলেছেন, ‘মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে। আমরাও স্বপ্নপূরণের জন্য চেষ্টা করি। কখনো সফল হই, কখনো হই না।’

গতকালই আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হেরেছে। সৌদির পর ডেনমার্ককে রুখে দিয়েছে তিউনিশিয়া। তিতের সংবাদ সম্মেলনের একটু পরেই তো জাপান হারিয়ে দিল জার্মানিকে! ছোট দলগুলো বড় দলগুলোকে চমক দিচ্ছে। ‘প্রফেসর’ তিতে একে দেখছেন অবশ্য ফুটবলের বিশ্বায়নের প্রমাণ হিসেবে। বলছেন, ‘আমরা তাদের (আর্জেন্টিনার) হারে বিচলিত নই। ফুটবলের বিশ্বায়ন হচ্ছে সৌদির জয় সেটারই প্রমাণ।’ 

আরও পড়ুন>> ব্রাজিলকে সমর্থন দিতে কাতারে যাচ্ছেন হাবিবুল বাশার

সার্বিয়ার বিপক্ষে গত বিশ্বকাপেও খেলেছেন নেইমাররা। এই সার্বিয়ার বিরুদ্ধে রণকৌশলের পরিকল্পনা সাজাচ্ছেন তিতে, ‘আমরা কোচিং স্টাফ সার্বিয়া নিয়ে কাজ করছি। ম্যাচের আগে কৌশলগত কারণে আমি একাদশ নিয়ে কিছু বলতে পারছি না।’

তিতের সংবাদ সম্মেলন যুক্তি, আবেগ, হাস্যরস সব উপাদানে পরিপূর্ণ ছিল। আনুষ্ঠানিক সম্মেলন শেষ হওয়ার পর ব্রাজিলের দুই একজন সাংবাদিককে আলাদাভাবে সময়ও দিলেন। অন্য দেশের সাংবাদিকরাও জটলা বাঁধেন।

আরও পড়ুন>> আর্জেন্টিনাকে মাটিতে নামিয়ে আনল সৌদি

রাশিয়ায় ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে না পারলেও গত চার বছরে ফুটবল অনুরাগীদের হৃদয় ঠিকই জয় করেছেন তিতে। প্রেস কনফারেন্স কাভার করা অনেক সাংবাদিকই তিতের সঙ্গে নিজেকে ফ্রেমবন্দী করেছেন। ফিফা ও নিরাপত্তা কর্মীরা তাড়া দিলেও তিতে সানন্দে সবার অনুরোধই রক্ষার চেষ্টা করেছেন।

তিতের আগে কথা বলেন ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা।

গত বিশ্বকাপে তিতে প্রতি ম্যাচে অধিনায়ক বদলেছেন। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে অধিনায়কের আর্মব্যান্ড ছিল থিয়াগো সিলভার বাহুতে। এই বিশ্বকাপেও পরবেন আর্মব্যান্ড। আট বছরে নিজের মধ্যে পরিবর্তন সম্পর্কে বলেন, ‘অবশ্যই আগের তুলনায় আরো বেশি পরিণত।’

আরও পড়ুন>> এই আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে, ভবিষ্যদ্বাণী সৌদি কোচের

ব্রাজিল দলের অন্যতম আকর্ষণ নেইমার। তার সম্পর্কে অধিনায়কের বক্তব্য, ‘নেইমার অবশ্যই গুরুত্বপূর্ণ খেলোয়াড় তবে আমাদের সবাই প্রস্তুত ভালো কিছু দেয়ার জন্য।’

কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েই সম্মেলন কক্ষ ত্যাগ করেন থিয়াগো।

এজেড/এনইউ