বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমী সব ভক্ত-অনুরাগীরা বর্তমানে মেতে রয়েছেন ফুটবল বিশ্বকাপ নিয়ে। এই বিশ্বকাপ উন্মাদনা থেকেও বাদ যাচ্ছে না বাংলাদেশের ক্রীড়াঅঙ্গনের সব তারকারা। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বরাবরই আর্জেন্টাইন দল এবং লিওনেল মেসির কট্টর সমার্থক। তবে মাশরাফি এবার জানালেন মেসির পাশাপাশি রোনালদোও অনেক বড় খেলোয়াড়।

গতকাল বুধবার বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মাশরাফি বলেন, 'মেসি বিশ্বকাপ জিতলেও আমাদের কিছু হবে না, হারলেও কিছু হবে না। সমর্থন করি, এটিই মূল বিষয়। মেসি অনেক বড় খেলোয়াড়। বিশ্বকাপ দিয়েই বিচার… বা রোনালদো বলেন, এরা সবাই অনেক বড় খেলোয়াড়। সারা বিশ্ব হয়তো বলে ওদের কাছে বিশ্বকাপ থাকলে… তবে সত্যি বললে মেসি-রোনালদোরা অনেক বড় খেলোয়াড়।'

চলতি কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে মেসির দল হেরেছে ২-১ ব্যবধানে।

এমন হারে মাশরাফির মন খারাপ কিনা জানতে চাইলে উত্তরে তিনি জানান, 'মন খারাপ বলতে, মানুষ যে দল সমর্থন করে সেই দল হারলে স্বাভাবিকভাবেই খারাপ লাগে। তবে সত্যি বলতে আর্জেন্টিনাকে নিয়ে কখনও কোন আশা ছিল না। ওইভাবে ভাবার কোন সুযোগও নেই। যতদিন ধরে খেলা দেখছি, যতটুকু দেখে আসছি তাতে বিশ্বকাপ নেওয়ার মতো আশা কখনও দেখি না। (চ্যাম্পিয়ন) হলে সেটা অন্য ব্যাপার।'

এসএইচ