ক্যামেরুনকে রুখে ব্রাজিলকে চোখরাঙানি সমেরের
কাতার বিশ্বকাপে ব্রাজিলের ‘জি’ গ্রুপে সেলেসাওরা বাদে সবচেয়ে শক্তিশালী দল সুইজারল্যান্ড। ফিফা র্যাঙ্কিংয়ে তো বটেই, ধারে-ভারেও দলটির কাছে নেই গ্রুপের বাকি দুই দল সার্বিয়া আর ক্যামেরুন। সেই সুইজারল্যান্ড আজ বিশ্বকাপটা শুরু করেছে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত এক জয় দিয়ে।
তবে পুরো ম্যাচেই আলো ছড়িয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন গোলরক্ষক ইয়ান সমের। বনে গেছেন ম্যাচের সেরা খেলোয়াড়ও।
বিজ্ঞাপন
গেল বছর ইউরোতেও আলো ছড়িয়েছিলেন সমের। এরপর গেল বছর নভেম্বরে জর্জিনিওর পেনাল্টি ঠেকিয়ে মূলত তিনিই বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে ঠেলে দিয়েছিলেন ইতালিকে।
সেই সমের যখন এবার বিশ্বকাপে এসেছেন, তাও আবার ব্রাজিলেরই গ্রুপে, তখন তার ওপর বাড়তি নজর না থেকেই পারে না নেইমারদের। বিশ্বকাপটাও মাতাতে প্রস্তুত তিনি, ক্যামেরুনের বিপক্ষে তারই যেন জানান দিলেন সমের।
বিজ্ঞাপন
পুরো ম্যাচে একে একে পাঁচটা শট ঠেকিয়েছেন আফ্রিকান দলটির। দারুণ সুযোগ তৈরি করেও তাই গোল আর করা হয়নি ক্যামেরুনের। ব্রিল এমবোলোর পা থেকে জয়সূচক গোলটা এলেও তাই ম্যাচসেরার পুরস্কারটা উঠেছে সমেরের হাতেই। তাতে তিনি ব্রাজিলকেও আগাম চোখরাঙানিটা দিয়ে রাখলেন বৈকি!
এনইউ