কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গতকাল ঘানার বিপক্ষে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল। যদিও এদিন প্রথমার্ধে কোনো দলই খুঁজে পায়নি গোলের দেখা। এরপর বিরতি থেকে ফিরেই পেনাল্টি পায় পর্তুগাল, সুযোগ পেয়ে গোল মিস করেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এই পেনাল্টি দেওয়ায় রেফারির উপর চটেছেন ঘানার কোচ আদো। 

ঘানা কোচের মতে রোনালদোর গোলটি ছিল রেফারির দেওয়া ‘উপহার’। বল নিয়ে ঘানার আক্রমণে যাওয়া রোনালদোকে ডি-বক্সে ফেলে দেন ঘানা ডিফেন্ডার মোহাম্মদ সালিসু। সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজিয়ে দেন রেফারি ইসমাইল ইলফাথ। 

ম্যাচ শেষে অবশ্য ঘানার হারের কারণ নিয়ে কোচ আদো বলেন, 'রেফারি আমাদের অনুকূলে ছিল না। পেনাল্টির সিদ্ধান্তটা ছিল ভুল। আমি জানি না ভিএআর কেন কার্যকর করা হলো না। আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। আর বিশ্বমানের একটি দল এভাবে এগিয়ে যাওয়ার পর খেলাটা কিন্তু কঠিন।'

কোচ এবং রেফারির আলাপের একটি সুযোগ থাকা উচিত বলে মনে করেন এই ঘানার কোচ, 'খুব শান্ত এবং ভদ্রোচিতভাবে ফিফার কিছু লোককে আমি রেফারির সঙ্গে কথা বলিয়ে দেওয়ার জন্য বলেছি। তারা বলেছেন উনি মিটিংয়ে, কথা বলা সম্ভব নয়। আমার মনে হয় তারা ম্যাচ নিয়ে বিশ্লেষণ করছিলেন। তবে কোচদের সঙ্গেও রেফারির কিছুটা সময় দেওয়া উচিত।'

এসএইচ