আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি বরাবরই হাসিখুশি থাকেন। আজ কাতার ন্যাশন্যাল কনভেনশেন সেন্টারে যখন সম্মেলনে এলেন তখন কিছুটা মলিনতা। যদিও পুরো সংবাদ সম্মেলন জুড়ে চাপ নেই এমন বুলিই আওড়িয়েছেন কোচ। এরপরও একটা প্রচ্ছন্ন চাপের বিষয়টি তার অঙ্গভঙ্গিতে ফুটে উঠেছে।
 
আগামীকাল মেক্সিকোর বিপক্ষে হেরে গেলে আর্জেন্টিনার বিশ্বকাপে বিদায় ঘন্টা প্রায় বেজে যাবে। এটা জানেন কোচ স্ক্যালোনিও। এই অবস্থায় দাড়িয়েও স্বাভাবিক থাকার প্রত্যয়, ‘আগের ম্যাচে যে আর্জেন্টিনা দেখেছেন নিশ্চয়ই এর চেয়ে ভিন্ন দলকেই আপনারা দেখবেন।’ ভিন্ন দল দেখলেও খেলার স্টাইলে তেমন পরিবর্তন আসার সম্ভাবনা নেই, ‘গত ৩৫ ম্যাচ আমরা এই স্টাইলে খেলে অপরাজিত। ফুটবলে যে কোনো ফলাফল হতেই পারে। সেটাই হয়েছে সৌদি আরবের বিপক্ষে।’ এরপরও একটা প্রচ্ছন্ন চাপের বিষয়টি তার অঙ্গভঙ্গিতে ফুটে উঠেছে। 

খেলার ধরনে পরিবর্তন না আনলেও দলে কিছু পরিবর্তন আনার আভাস দিয়েছেন আর্জেন্টাইন কোচ, ‘সম্ভবত আমরা দলে কিছু পরিবর্তন আনতে পারি। তবে তা আজকের অনুশীলনের পরই ঠিক করতে পারব। কারও কোনো সমস্যা আছে কি না তাও জানা যাবে।’

সমস্যার কথা উঠতেই প্রশ্ন উঠেছে মেসি সম্পূর্ণ ফিট কিনা। পাল্টা প্রশ্ন করে স্ক্যালোনী উত্তর দিয়েছেন, ‘মেসি ফিট নয় কে বলল ? সে গতকালও অনুশীলন করেছে। মেসি ভালোভাবেই অনুশীলন করছেন।’ 

স্ক্যালোনির আগে সম্মেলনে ছিলেন লাউতারো মার্টিনেজ। সৌদি ম্যাচে অনেক খেলোয়াড় নার্ভাস ছিল বলে মন্তব্য করেন। মেসির মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে এবং অধিনায়ক হিসেবে তরুণদের তিনি অনুপ্রাণিত করেন কিনা এই প্রশ্নের জবাবে স্ক্যালোনি বলেন, ‘আগের যে কোনো সময়ের তুলনায় আমাদের পাশে বেশি রয়েছে মেসি। সতীর্থদের সে যথেষ্ট সময় দিচ্ছে।’

এজেড/এনইআর